BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৫ অক্টোবর: আইপিএল ২০২১ (ফাইনাল)

আইপিএল ২০২১ এর ফাইনাল ম্যাচটি গতকাল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে মাঠে গড়িয়েছে। ম্যাচের আকর্ষণীয় ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।

আইপিএল ২০২১ – ফাইনাল (চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স)

আইপিএল ২০২১ এর ফাইনাল ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর বিপক্ষে ২৭ রানের এক দুর্দান্ত জয় পেয়েছে এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং সেই সাথে তাঁরা তাদের তাদের চতুর্থ আইপিএল শিরোপা জিতেছে।

শুক্রবার টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রানের বিশাল স্কোর সংগ্রহ করে সিএসকে। দলের হয়ে ওপেনার ফাফ ডু প্লেসি ৭ চার ও ৩ ছক্কায়, ৫৯ বলে সর্বোচ্চ ৮৬ রান করেন। আর এক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় করেন ৩২ রান। এছাড়া শেষ দিকে মঈন আলী ২০ বলে ৩৭ এবং রবিন উথাপ্পা ১৫ বলে ৩১ রানের দুটি ঝড়ো ইনিংস খেলেন। কেকেআর এর হয়ে সুনীল নারাইন সর্বাধিক ২টি এবং শিভাম মাভি ১টি করে উইকেট তুলে নেন।

১৯৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল কেকেআর এর তরুণ দুই ওপেনার শুবমান গিল এবং ভেঙ্কটেশ আয়ার। এই দু’জন ১০.৩ ওভারে ৯১ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন। এ সময় সিএসকে এর হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন শার্দুল ঠাকুর। ৫ চার ও ৩ ছক্কায়, ৩২ বলে ৫০ রান করা ভেঙ্কটেশকে সাজঘরে ফিরান তিনি। এরপর ৪৩ বলে ৫১ রান করে প্যাভিলিয়নে ফিরেন গিল।

তার বিদায়ের পরই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে কেকেআর এর ইনিংস। দুই ওপেনারের পর সর্বোচ্চ ২০ রান আসে দশ নম্বরে ব্যাট করতে নামা শিভাম মাভির ব্যাট থেকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানে শেষ হয় কেকেআর এর ইনিংস। সিএসকে এর হয়ে শার্দুল ঠাকুর সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া জশ হ্যাজলউড ও রবীন্দ্র জাদেজা ২টি এবং ডোয়াইন ব্রাভো ও দীপক চাহার ১টি করে উইকেট তুলে নেন।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১০বার ফাইনাল খেলেছে চেন্নাই সুপার কিংস এবং এর মধ্যে চারবার শিরোপা জিতেছে তারা। সর্বোচ্চ ৫বার শিরোপা জয় করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর এ নিয়ে ফাইনালে উঠে প্রথম হারলো কলকাতা নাইট রাইডার্স। এর আগে দু’বার ফাইনালে উঠেছিল তারা যেখানে দু’বারই চ্যাম্পিয়ন হয়েছিল।

স্কোরবোর্ড:
চেন্নাই সুপার কিংস – ১৯২/৩ (২০.০)
কলকাতা নাইট রাইডার্স – ১৬৫/৯ (২০.০)
ফলাফল – চেন্নাই সুপার কিংস ২৭ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ফাফ ডু প্লেসি
প্লেয়ার অফ দ্য সিরিজ – হার্শাল প্যাটেল

চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলের ১৪তম আসরের শিরোপা জিতেছে। ক্রিকেট গেম সম্পর্কে আরও আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version