Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১৪ মার্চ: ভারত বনাম শ্রীলঙ্কা (২য় টেস্ট – ৩য় দিন), পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (২য় টেস্ট – ৩য় দিন)

IND vs SL

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ২য় টেস্টের ৩য় দিন এবং পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে ২য় টেস্টের ৩য় দিন গতকাল মাঠে গড়িয়েছে। দিনের ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।

ভারত বনাম শ্রীলঙ্কা (দ্বিতীয় টেস্ট – ৩য় দিন)

দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক ভারত। ৪৪৭ রানের পর্বতসম টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২০৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ভারত পায় ২৩৮ রানের বিশাল জয়।

তৃতীয় দিন ভারতের জয়ের জন্য দরকার ছিল ৯ উইকেট এবং শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৪১৯ রান। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে একাই লড়াই করেছেন। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৯৭ রানের জুটি গড়েন তিনি। ৫৪ করে মেন্ডিস রবিচন্দ্রন অশ্বিনের শিকার হলে ভাঙে এই জুটি।

এরপর বলতে গেলে একক লড়াই করুনারত্নের। একটা সময় ৫ উইকেটে ১৮০ রান ছিল লঙ্কানদের বোর্ডে। সেখান থেকে আর ২৮ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে ২০৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। সপ্তম ব্যাটার হিসেবে করুনারত্নে ১৫ বাউন্ডারিতে ১৭৪ বলে ১০৭ রান করে প্যাভিলিয়নে ফেরার পর আর মাত্র ৪ রান যোগ করতে পারে শ্রীলঙ্কা। ফলে ৫৯.৩ ওভারে অলআউট হয়ে যায় সফরকারীরা।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল রবিচন্দ্রন অশ্বিন। ৫৫ রানে ৪টি উইকেট শিকার করেন এই অফস্পিনার। ২৩ রানে ৩ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। 

দুই ইনিংসে যথাক্রমে ৯২ এবং ৬৭ রানের ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন শ্রেয়াস আইয়ার। এছাড়া সিরিজে সর্বাধিক ১৮৫ রান সংগ্রহ করায় ঋষভ পন্থের হাতে উঠেছে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার।

স্কোরবোর্ড

ভারত (১ম ইনিংস) – ২৫২/১০ (৫৯.১)

শ্রীলঙ্কা (১ম ইনিংস) – ১০৯/১০ (৩৫.৫)

ভারত (২য় ইনিংস) – ৩০৩/৯ (ডি) (৬৮.৫)

শ্রীলঙ্কা (২য় ইনিংস) – ২০৮/১০ (৫৯.৩)

ফলাফল – ভারত ২৩৮ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – শ্রেয়াস আইয়ার

প্লেয়ার অফ দ্য সিরিজ – ঋষভ পন্ত


PAK vs AUS

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (দ্বিতীয় টেস্ট – ৩য় দিন)

৮ উইকেটে ৫০৫ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নেমে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ৫৫৬ তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ১৪৮ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। তবে ৪০৮ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকেও স্বাগতিকদের ফলোঅন না করিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে পড়েছে অসিরা।

অস্ট্রেলিয়ার বোলারদের তোপে পাকিস্তানি ব্যাটারদের কেউ দাঁড়াতেই পারেননি। অধিনায়ক বাবর আজম কেবল একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য রাখতে পারেননি তিনিও। অভিষিক্ত লেগি মিচেল সোয়াপসনকে তুলে মারতে গিয়ে লংঅফে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন পাকিস্তানি অধিনায়ক। ৩ বাউন্ডারিতে ৭৯ বলে তিনি ৩৬ রান করেন।

এর আগে টপঅর্ডারের ইমাম-উল-হক ২০, আবদুল্লাহ শফিক ১৩, আজহার আলী ১৪ রান করে সাজঘরের পথ ধরেন। শেষ উইকেটে নৌমান আলী (২০*) এবং শাহিন আফ্রিদি (১৯) ৩০ রানের জুটি গড়ে দলের স্কোর দেড়শর কাছাকাছি নিয়ে যান।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল মিচেল স্টার্ক। মাত্র ২৯ রান খরচায় ৩টি উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার। দুটি উইকেট নেন মিচেল সোয়েপসন।

২য় ইনিংসে ব্যাটিং করতে নেমে দিন শেষে ১ উইকেটে ৮১ রান করেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৭ রান করে হাসান আলীর শিকার হয়ে সাজঘরে ফিরেন। কিন্তু মারনাস লাবুশেন ৩৭ এবং উসমান খাজা ৩৫ রানে অপরাজিত রয়েছেন।

স্কোরবোর্ড

অস্ট্রেলিয়া (১ম ইনিংস) – ৫৫৬/৯ (ডি) (১৮৯.০)

পাকিস্তান (১ম ইনিংস) – ১৪৮/১০ (৫৩.০)

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...