বিপিএল ২০২২ এর এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের মধ্যে, বিপিএল ২০২২ এর ১ম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে এবং পিএসএল ২০২২ এর ২১তম ম্যাচটি ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংসের মধ্যে গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।
বিপিএল ২০২২ – এলিমিনেটর (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স)
সোমবার বিপিএল ২০২২ এর এলিমিনেটর ম্যাচে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চ্যাডউইক ওয়ালটনের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে খুলনা টাইগার্সের বিপক্ষে ৭ রানের জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে চ্যালেঞ্জার্স।
চ্যালেঞ্জার্সের হয়ে চ্যাডউইক ওয়ালটন ৭ চার ও ৭ ছক্কায়, ৪৪ বলে সর্বোচ্চ অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেন। এছাড়া কেনার লুইস ৩২ বলে ৩৯ এবং মেহেদী হাসান ৩০ বলে ৩৬ রান করেন। টাইগার্সের হয়ে খালেদ আহমেদ সর্বাধিক ২টি উইকেট তুলে নেন।
১৯০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে চ্যালেঞ্জার্সের বোলারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানে থেমে যায় টাইগার্সের ইনিংস। দলের পক্ষে, ৬ চার ও ৪ ছক্কায়, ৫৮ বলে সর্বোচ্চ অপরাজিত ৮০ রান করেন ওপেনার আন্দ্রে ফ্লেচার। এছাড়া ইয়াসির আলী (২৪ বলে ৪৫) এবং মুশফিকুর রহিমের (২৯ বলে ৪৩) ঝড়ো ইনিংসের পরও জয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারেনি টাইগার্স। চ্যালেঞ্জার্সের হয়ে মেহেদী হাসান সর্বোচ্চ ২টি এবং নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী ১টি করে উইকেট তুলে নেন।
এই ম্যাচে জয়ী হয়ে টুর্নামেন্টের ২য় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অপরদিকে পরাজিত হয়ে খুলনা টাইগার্স টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
স্কোরবোর্ড:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – ১৮৯/৫ (২০.০)
খুলনা টাইগার্স – ১৮২/৫ (২০.০)
ফলাফল – চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – চ্যাডউইক ওয়ালটন
বিপিএল ২০২২ – ১ম কোয়ালিফায়ার (ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স)
সোমবার বিপিএল ২০২২ এর ১ম কোয়ালিফায়ারে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১০ রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে ফরচুন।
ফরচুনের পক্ষে ২ চার ও ৪ ছক্কায়, ৩০ বলে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন মুনিম শাহরিয়ার। এছাড়া ক্রিস গেইল ২২ এবং জিয়াউর রহমান ও ডোয়াইন ব্রাভো উভয়ই ১৭ রানের দুটি কার্যকারী ইনিংস খেলেন। ভিক্টোরিয়ান্সের হয়ে শহিদুল ইসলাম সর্বাধিক ৩টি এবং মঈন আলী ২টি করে উইকেট তুলে নেন।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফরচুনের বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে ৩৫ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার লিটন দাস। এছাড়া মঈন ১৫ বলে ২২ এবং ফাফ ডু প্লেসিস ১৫ বলে ২১ রান করেন। ফরচুনের হয়ে শফিকুল ইসলাম, মুজিব-উর-রহমান এবং মেহেদী হাসান রানা সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া ডোয়াইন ব্রাভো ১টি উইকেট তুলে নেন।
এই ম্যাচে জয়ী হয়ে টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। অপরদিকে পরাজিত হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২য় কোয়ালিফায়ারে আগামীকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে।
স্কোরবোর্ড:
ফরচুন বরিশাল – ১৪৩/৮ (২০.০)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স – ১৩৩/৭ (২০.০)
ফলাফল – ফরচুন বরিশাল ১০ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – মেহেদী হাসান রানা
পিসিএল ২০২২ – ম্যাচ ২১ (ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস)
পিসএল ২০২২ এর ২১তম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় স্কোর সংগ্রহ করে ইউনাইটেড।
ইউনাইটেডের পক্ষে, অধিনায়ক শাদাব খান ২৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন। শেষ দিকে ফাহিম আশরাফ (১০ বলে ২৯*) এবং আসিফ আলী (১১ বলে ২৮) দুটি ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া অ্যালেক্স হেলস ২৫ এবং আজম খান ২২ রান করেন। কিংসের হয়ে ইমাদ ওয়াসিম সর্বাধিক ২টি উইকেট তুলে নেন।
১৯২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইউনাইটেডের বোলারদের অনবদ্য বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৯০ রানে থেমে যায় কিংসের ইনিংস। দলের পক্ষে ৬ চার ও ৩ ছক্কায়, ২৮ বলে সর্বোচ্চ ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইমাদ। এছাড়া শারজিল খান ২৯ বলে ৪৪ এবং কাসিম আকরাম ২৬ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। ইউনাইটেডের হয়ে ওয়াকাস মাকসুদ সর্বোচ্চ ৩টি এবং আসিফ ২টি উইকেট শিকার করেন।
এই ম্যাচে জয়ী হয়ে এখনও পয়েন্ট টেবিলের ৩য় স্থানে অবস্থান করছে ইসলামাবাদ ইউনাইটেড। অপরদিকে এই ম্যাচ সহ টানা সাত ম্যাচে পরাজিত হয়ে করাচি কিংস পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে।
স্কোরবোর্ড:
ইসলামাবাদ ইউনাইটেড – ১৯১/৭ (২০.০)
করাচি কিংস – ১৯০/৮ (২০.০)
ফলাফল – ইসলামাবাদ ইউনাইটেড ১ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – আসিফ আলী