BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৪ জানুয়ারি: বিবিএল ২০২১/২২ (ম্যাচ ৪৯), দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (৩য় টেস্ট – ৪র্থ দিন)

অ্যাডিলেড স্ট্রাইকার্স ও পার্থ স্কর্চার্সের মধ্যকার বিবিএল ২০২১/২২ এর ৪৯তম ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে ৩য় টেস্টের ৪র্থ দিন গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধটি পড়া চালিয়ে যান। 

বিবিএল ২০২১/২২ – ম্যাচ ৪৯ (অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম পার্থ স্কর্চার্স)

বিবিএল ২০২১/২২ এর ৪৯তম ম্যাচে অ্যাডিলেড ওভালে পার্থ স্কর্চার্সের বিপক্ষে ১৮ বল হাতে রেখে ৬ উইকেটের এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে স্ট্রাইকার্সের বোলারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে সমর্থ হয় স্কর্চার্স।

স্কর্চার্সের হয়ে লরি ইভান্স ৩১ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া অধিনায়ক অ্যাশটন টার্নার ১৫ বলে ২৮ এবং কার্টিস প্যাটারসন ১৯ বলে ২৫ রানের দুটি ইনিংস খেলেন। স্ট্রাইকার্সের হয়ে ফাওয়াদ আহমেদ সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া পিটার সিডল ও হেনরি থর্নটন ২টি এবং ম্যাথু শর্ট ১টি করে উইকেট তুলে নেন।

১২৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্ট্রাইকার্স। দলের পক্ষে ২৪ বলে সর্বোচ্চ অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন ইয়ান ককবেইন। এছাড়া ম্যাথু শর্ট ২৮ বলে ৩৪ এবং হেনরি হান্ট ২৩ বলে ২৭ রান করেন। স্কর্চার্সের হয়ে অ্যারন হার্ডি সর্বাধিক ৩টি এবং পিটার হ্যাটজোগ্লো ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে উঠে এসেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। অপরদিকে পরাজিত হয়ে পার্থ স্কর্চার্স এখনও পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড:
পার্থ স্কর্চার্স – ১২৭/৯ (২০.০)
অ্যাডিলেড স্ট্রাইকার্স – ১৩০/৪ (১৭.০)
ফলাফল – অ্যাডিলেড স্ট্রাইকার্স ৬ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ফাওয়াদ আহমেদ


দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (৩য় টেস্ট – ৪র্থ দিন)

কেপাটাউনে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে সফরকারী ভারতের বিপক্ষে ৭ উইকেটের এক দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের দেওয়া ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪র্থ দিনেই জয় পেয়ে যায় স্বাগতিকরা। দারুণ ব্যাটিং করেছেন কিগান পিটারসেন (৮২), র‍্যাসি ভ্যান ডের ডুসেন (৪১*) এবং টেম্বা বাভুমা (৩২*)। এই ম্যাচে জয়ী হয়ে, সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।

তৃতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহকারী প্রোটিয়া ক্রিকেট দল, ক্রিজে থাকা কিগান পিটারসেনকে (৪৮) নিয়ে চতুর্থ দিন সকালে মাঠে নামে। ছোট লক্ষ্য থাকার কারণে সকাল থেকে ধীরেসুস্থে, কোনো ঝুঁকি না নিয়ে ব্যাটিং করতে থাকে স্বাগতিকরা। তৃতীয় উইকেটে র‍্যাসি ভ্যান ডের ডুসেন এবং পিটারসেন মিলে ৬৭ রানের জুটি গড়ে তুলেন। 

১০ বাউন্ডারিতে, ১১৩ বলে ৮২ রান করা পিটারসেন, শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলে এই জুটির অবসান হয়। এরপর টেম্বা বাভুমাকে নিয়ে অবিচ্ছিন্ন ৪২ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সি ভ্যান ডের ডুসেন। তিনি ৩ বাউন্ডারিতে, ৯৫ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন।  অপরদিকে টেম্বা বাভুমা ৩২ রানে অপরাজিত থাকেন। কিগান পিটারসেন প্লেয়ার অফ দ্য ম্যাচ হন এবং পুরো সিরিজ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্লেয়ার অফ দ্য সিরিজ হিসাবে পুরস্কৃত হন।

স্কোরবোর্ড:
ভারত (১ম ইনিংস) – ২২৩/১০ (৭৭.৩)
দক্ষিণ আফ্রিকা (১ম ইনিংস) – ২১০/১০ (৭৬.৩)
ভারত (২য় ইনিংস) – ১৯৮/১০ (৬৭.৩)
দক্ষিণ আফ্রিকা (২য় ইনিংস) – ২১৩/৩ (৬৩.৩)
ফলাফল – দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – কিগান পিটারসেন
প্লেয়ার অফ দ্য সিরিজ – কিগান পিটারসেন

Exit mobile version