BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৪ আগস্ট: ইংল্যান্ড বনাম ভারত (ডব্লিউটিসি, ২য় টেস্ট – ৩য় দিন), ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (ডব্লিউটিসি, ১ম টেস্ট – ৩য় দিন)

ইংল্যান্ড ও ভারতের মধ্যে ২য় টেস্টের ৩য় দিন এবং ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার ১ম টেস্টের ৩য় দিন গতকাল মাঠে গড়িয়েছে। আসুন ম্যাচগুলোর উত্তেজনাপূর্ণ ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধনটি এক ঝলক দেখে নিই।

ইংল্যান্ড বনাম ভারত (২য় টেস্ট – ৩য় দিন)

দ্বিতীয় দিন শেষে ১১৯ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ড, ক্রিজে থাকা জো রুট (৪৮*) ও জনি বেয়ারস্টোকে (৬*) নিয়ে তৃতীয় দিন সকালে মাঠে নামে। দিনের দ্বিতীয় ওভারেই মোহাম্মদ সিরাজকে চার হাঁকিয়ে অর্ধ-শতক তুলে নেন রুট। এরপর মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার কিছু পূর্বে ক্যারিয়ারের ২২তম অর্ধ-শতক তুলে নেন বেয়ারস্টো।

বিরতি থেকে ফিরে এসেই সিরাজের বলে উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরেন বেয়ারস্টো (৫২)। এরপর উইকেটে আসে জস বাটলার। কিছুক্ষণ পর অধিনায়ক রুট তুলে নেন তাঁর ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি। সেই সাথে ইংল্যান্ডের ইতিহাসে অধিনায়ক হিসেবে এক বছরে সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি।

তবে উইকেটে রুটকে আর কেউ যোগ্য সঙ্গ দিতে পারেনি। তিনি নিজে একাই দলকে টেনে নিয়ে যান এবং ভারতের উপর চাপ সৃষ্টি করেন। বাটলার (২৩) ও মঈন আলী (২৭) একে একে সাজঘরে ফিরে গেলেও রুট শেষ পর্যন্ত ১৮০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। সেই সাথে ২৭ রানের লিডও দিয়েছেন ভারতকে। ভারতের হয়ে সর্বাধিক ৪টি উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ। এছাড়া ইশান্ত শর্মা ৩টি ও মোহাম্মদ শামি ২টি উইকেট তুলে নেন।

স্কোরবোর্ড

ভারত (১ম ইনিংস) – ৩৬৪/১০ (১২৬.১)

ইংল্যান্ড (১ম ইনিংস) – ৩৯১/১০ (১২৮.০)



ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (১ম টেস্ট – ৩য় দিন)

দ্বিতীয় দিন শেষে ২৫১ রানে ৮ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ, ক্রিজে থাকা জশুয়া দা সিলভা (২০*) ও জোমেল ওয়ারিকানকে (১*) নিয়ে তৃতীয় দিন সকালে মাঠে নামে। খেলা শুরু হওয়ার ৩ ওভারের মধ্যেই স্কোর বোর্ডে মাত্র ২ রান যোগ করে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। সেই সাথে ৩৬ রানের লিড দেয় পাকিস্তানকে।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন। এছাড়া মোহাম্মদ আব্বাস ৩টি এবং ফাহিম আশরাফ ও হাসান আলী ১টি করে উইকেট তুলে নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর আবিদ আলী (৩৪) ও আজহার আলী (২৩) দলের হাল ধরার চেষ্টা করলেও ক্যারিবীয়দের বোলিং তোপে তা আর করতে পারেনি। দলীয় ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান।

এরপর তাদেরকে আবার ম্যাচে ফিরায় অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে রিজওয়ান (৩০) সাজঘরে ফিরে গেলেও বাবর ৫২ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন। তাঁর সঙ্গী হিসেবে উইকেটে আছেন ফাহিম আশরাফ (১২*)। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ ও জেডেন সিলস ২টি এবং জেসন হোল্ডার ১টি উইকেট শিকার করেন।

স্কোরবোর্ড

পাকিস্তান (১ম ইনিংস) – ২১৭/১০ (৭০.৩)

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ২৫৩/১০ (৮৯.৪)

পাকিস্তান (২য় ইনিংস) – ১৬০/৫ (৭০.০)

 

ক্রিকেট বিশ্ব লাল-বলের কিছু ক্রিকেট খেলা প্রত্যক্ষ করছে। তাদের আপডেটের জন্য Baji –র সাথেই থাকুন!

Exit mobile version