ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ২য় টেস্টের ২য় দিন এবং পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে ২য় টেস্টের ২য় দিন গতকাল মাঠে গড়িয়েছে। দিনের ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।
ভারত বনাম শ্রীলঙ্কা (দ্বিতীয় টেস্ট – ২য় দিন)
প্রথম ইনিংসে বোলাররা বেশ ভালো বোলিং করেছিলেন। ২৫২ রানে ভারতকে অলআউট করে দিয়েছিলেন লঙ্কান বোলাররা। কিন্তু শ্রীলঙ্কা উল্টো নিজেরা ব্যাট করতে গিয়ে চরম বিপদে পড়েন। ৮৫ রানেই তারা হারিয়েছিল ৬ উইকেট। ৮৬ রানে প্রথম দিন শেষ করে তারা।
দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ১০৯ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। আর সেই সুবাদে ১৪৩ রানের লিড পেয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে গেছে ভারত। প্রথম ইনিংসে ৯২ রান করে আউট হওয়া শ্রেয়াস আইয়ার দ্বিতীয় ইনিংসে ৮৭ বলে ৬৭ রান করেন।
আইয়ারের আর এক সতীর্থ ঋষভ পন্তও ব্যাট হাতে ছিলেন সপ্রতিভ। ৫০ রান করে আউট হন তিনি। রোহিত শর্মা করেন ৪৬ রান। হনুমা বিহারী করেন ৩৫ রান। মায়াঙ্ক আগরওয়াল এবং রবীন্দ্র জাদেজা উভয়ই ২২ রান করে আউট হন।
শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩০৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন প্রবীণ জয়াবিক্রম। এছাড়া লাসিথ এম্বুলদেনিয়া ৩টি এবং বিশ্ব ফার্নান্দো ও ধনঞ্জয়া ডি সিলভা ১টি করে উইকেট তুলে নেন।
দ্বিতীয় ইনিংসে ৪৪৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কোনো রান না করে আউট হয়ে যায় লাহিরু থিরিমানে। অধিনায়ক দিমুথ করুনারত্নে ১০ এবং কুশল মেন্ডিস ১৬ রানে অপরাজিত রয়েছেন। এখনও জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৪১৯ রান।
স্কোরবোর্ড
ভারত (১ম ইনিংস) – ২৫২/১০ (৫৯.১)
শ্রীলঙ্কা (১ম ইনিংস) – ১০৯/১০ (৩৫.৫)
ভারত (২য় ইনিংস) – ৩০৩/৯ (ডি) (৬৮.৫)
শ্রীলঙ্কা (২য় ইনিংস) – ২৮/১ (৭.০)
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (দ্বিতীয় টেস্ট – ২য় দিন)
টস জিতে ব্যাট করতে নেমে দুইদিন টানা ১৮০ ওভার খেলে ফেলেছে সফরকারী অস্ট্রেলিয়া। দুইদিনে ১৮০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে কেবল ৫০৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে অসিরা।
দ্বিতীয় দিন ১২৭ রান নিয়ে উসমান খাজা এবং শূন্য রান নিয়ে ব্যাট করতে নামেন নাথান লায়ন। ৫৫৬ মিনিট উইকেটে থেকে ৩৬৯ বল খেলে ১৬০ রান করে সাজিদ খানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেন খাজা। ৩৮ রান করে আউট হন লায়ন। ট্রাভিস হেড আউট হন ২৩ রান করে। তবে পাকিস্তানি বোলারদের ভুগিয়েছেন অ্যালেক্স ক্যারি।
১৫৯ বল মোকাবেলা করে ৯৩ রান করে সাজঘরে ফিরেন তিনি। দ্বিতীয় দিন শেষে ৫০৫ রান করে এখনও ব্যাট করে যাচ্ছে অস্ট্রেলিয়া। ৯৫ বল খেলে ২৮ রান করে উইকেটে রয়েছেন মিচেল স্টার্ক। প্যাট কামিন্স ১০ বল খেললেও কোনো রান করতে পারেননি।
পাকিস্তানি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ এবং সাজিদ খান। ১টি করে উইকেট নেন হাসান আলী, নৌমান আলী এবং বাবর আজম।
স্কোরবোর্ড
অস্ট্রেলিয়া (১ম ইনিংস) – ৫০৫/৮ (১৮০.০)