BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৩ আগস্ট: ইংল্যান্ড বনাম ভারত (ডব্লিউটিসি, ২য় টেস্ট – ২য় দিন), ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (ডব্লিউটিসি, ১ম টেস্ট – ২য় দিন)

ইংল্যান্ড ও ভারতের মধ্যে ২য় টেস্টের ২য় দিন এবং ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার ১ম টেস্টের ২য় দিন গতকাল মাঠে গড়িয়েছে। আসুন ম্যাচগুলোর উত্তেজনাপূর্ণ ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধনটি এক ঝলক দেখা যাক। 

ইংল্যান্ড বনাম ভারত (২য় টেস্ট – ২য় দিন)

প্রথম দিন শেষে ২৭৬ রানে ৩ উইকেট হারানো ভারত, ক্রিজে থাকা কেএল রাহুল ও অজিঙ্কা রাহানেকে নিয়ে দ্বিতীয় দিন সকালে মাঠে নামে। কিন্তু ইংলিশ বোলারদের তোপে মাত্র ৮৬ রান যোগ করে শেষ ৭ উইকেট হারিয়েছে সফরকারীরা। শেষ পর্যন্ত ৩৬৪ রানে গুটিয়ে যায় ভারত।

খেলতে নেমে দিনের দ্বিতীয় বলেই ওলি রবিনসনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন রাহুল (১২৯)। পরের ওভারে রাহানেকে (১) সাজঘরে ফেরান জেমস অ্যান্ডারসন। এরপর রবীন্দ্র জাদেজা (৪০) ও ঋষভ পন্ত (৩৭) দলের হাল ধরার চেষ্টা করলেও তারা ব্যর্থ হন।

ইংলিশদের হয়ে মাত্র ৬২ রানে ৫ উইকেট শিকার করেছেন জেমস অ্যান্ডারসন। এছাড়া ওলি রবিনসন ও মার্ক উড ২টি ও মঈন আলী ১টি করে উইকেট তুলে নিয়েছেন।

নিজেদের ১ম ইনিংসে ব্যাটিং করতে নেমে দলীয় ২৩ রানে মোহাম্মদ সিরাজের বলে টানা দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ইংল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তুলেন ওপেনার ররি বার্নস ও অধিনায়ক জো রুট। বার্নস ৪৯ রানে সাজঘরে ফিরে গেলেও রুট ৪৮ রানে অপরাজিত থেকে ২য় দিনের খেলা সমাপ্ত করেছেন। তাঁর সঙ্গী হিসেবে জনি বেয়ারস্টো (৬*) উইকেটে রয়েছেন।

স্কোরবোর্ড

ভারত (১ম ইনিংস) – ৩৬৪/১০ (১২৬.১)

ইংল্যান্ড (১ম ইনিংস) – ১১৯/৩ (৪৫.০)



ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (১ম টেস্ট – ২য় দিন)

বর্তমান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের ৯৭ রানের দু:সাহসিক ইনিংস ও সাবেক অধিনায়ক জেসন হোল্ডারের পঞ্চাশোর্ধ্ব রানের সুবাদে পাকিস্তানের করা ২১৭ রানের সংগ্রহ টপকে গেছে স্বাগতিকরা। কিংস্টনে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ২৫১ রান। তাদের লিড এখন রয়েছে ৩৪ রানের।

শুক্রবার দ্বিতীয় দিনে একটু একটু করে দলকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক ব্রাথওয়েট। কিন্তু অপরপ্রান্ত থেকে পাননি যথাযথ সঙ্গ। রস্টোন চেজ ২১ জার্মেইন ব্ল্যাকউড ২২ রান করে ফেরার পর রানের খাতাই খুলতে পারেননি কাইল মায়ার্স। ফলে ১০০ রানেই উইকেট হারিয়ে ফেলে ক্যারিবীয়রা।

সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৯৬ রানের জুটি গড়েন সাবেক বর্তমান দুই অধিনায়ক হোল্ডার ব্রাথওয়েট। দলীয় সংগ্রহ দুইশর কাছাকাছি যেতে সাজঘরে ফিরে যান হোল্ডার। তার ব্যাট থেকে আসে ১০ চারের মারে ৫৮ রান।

হোল্ডার ফিরে গেলেও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন ব্রাথওয়েট। কিন্তু ইনিংসের ৭৮তম ওভারে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে রানআউট হয়েছে ব্রাথওয়েট (৯৭)। শেষ পর্যন্ত উইকেটরক্ষক জশুয়া দা সিলভা ২০ ও জোমেল ওয়ারিকান ১ রানে অপরাজিত থেকে ২য় দিনের খেলা শেষ করেছেন।

স্কোরবোর্ড

পাকিস্তান (১ম ইনিংস) – ২১৭/১০ (৭০.৩)

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ২৫১/৮ (৮৭.০)

 

ক্রিকেট বিশ্ব লাল-বলের কিছু ক্রিকেট খেলা প্রত্যক্ষ করছে। তাদের আপডেটের জন্য Baji –র সাথেই থাকুন!

Exit mobile version