BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১২ মার্চ: ভারত বনাম শ্রীলঙ্কা (২য় টেস্ট – ১ম দিন), পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (২য় টেস্ট – ১ম দিন), ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (১ম টেস্ট – ৫ম দিন)

Cricket Highlights, 12 Mar

IND vs SL 2nd Test

ভারত বনাম শ্রীলঙ্কা (দ্বিতীয় টেস্ট – ১ম দিন)

ব্যাঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে গোলাপি বলের টেস্টে সফরকারী লঙ্কান স্পিনারদের ঘূর্ণি জাদুতে নাকাল হয়েছে স্বাগতিক ভারত। টস জিতে আগে ব্যাট করতে নেমে ২৫২ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলে নার্ভাস নাইন্টিতে আউট হয়েছেন শ্রেয়াস আইয়ার। তার আগে অবশ্য লঙ্কানদের প্রতি আক্রমণ শুরু করেছিলেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। তিনি মাত্র ২৬ বলে ৭ চারের মারে দেড়শ স্ট্রাইকরেটে খেলেছেন ৩৯ রানের ইনিংস। এছাড়া হানুমা বিহারী ৩১, বিরাট কোহলি ২৩, অধিনায়ক রোহিত শর্মা ১৫ এবং রবিচন্দ্রন অশ্বিন ১৩ রান করেছেন।

শ্রীলঙ্কার পক্ষে দুই বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রম ও লাসিথ এম্বুলদেনিয়া তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া ডানহাতি অফস্পিনার ধনঞ্জয় ডি সিলভা ২টি এবং পেসার সুরঙ্গা লাকমল ১টি করে উইকেট তুলে নেন।

জবাবে, নিজেদের ১ম ইনিংসে ব্যাটিং করতে নেমে ভারতীয় পেসারদের দারুণ তোপের মুখে পড়ে স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। মাত্র ৮৬ রান তুলতেই ৬টি উইকেট হারিয়েছে তারা। প্রথম দিন শেষে ১৬৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় টেস্টেও করুণ পরিণতির দিকে এগুচ্ছে লঙ্কানরা। তাদের হাতে কেবল মাত্র আর ৪টি উইকেট রয়েছে। নিরোশান ডিকভেলা ১৩ রানে এবং শূন্য রানে ব্যাট করছেন লাসিথ এম্বুলদেনিয়া।

লঙ্কানদের হয়ে অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস সর্বোচ্চ ৪৩ রান করেন। ধনঞ্জয়া ডি সিলভা করেন ১০ রান। ডিকভেলা ১৩ রানে অপরাজিত রয়েছেন। আর কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি। ভারতের পক্ষে যশপ্রীত বুমরাহ ৩টি, মোহাম্মদ শামি ২টি উইকেট শিকার করেন। এছাড়া স্পিনার অক্ষর প্যাটেল ১টি উইকেট তুলে নেন।

স্কোরবোর্ড

ভারত (১ম ইনিংস) – ২৫২/১০ (৫৯.১)

শ্রীলঙ্কা (১ম ইনিংস) – ৮৬/৬ (৩০.০)



পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (দ্বিতীয় টেস্ট – ১ম দিন)

করাচির জাতীয় স্টেডিয়ামে সিরিজের ২য় টেস্টে ১ম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২৫১ রান। সারাদিন ব্যাটিং করে ১২৭ রানে অপরাজিত আছেন উসমান খাজা। এছাড়া স্টিভ স্মিথ খেলেছেন ৭২ রানের ইনিংস।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে অনেকটা ওয়ানডে স্টাইলেই রান তুলতে থাকেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার উসমান খাজা। দুজনের জুটিতে আসে ১৮ ওভারে ৮২ রান। ফাহিম আশরাফের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ৪৮ বলে ৩৬ রান করেন ওয়ার্নার।

এরপর দূর্ভাগ্যজনক রানআউটে সাজঘরে ফিরেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার মার্নাস লাবুশেন। মিড অফ থেকে সরাসরি থ্রোয়ে স্ট্যাম্প ভেঙে লাবুশেনের বিদায়ঘণ্টা বাজান সাজিদ খান। সাজঘরে ফেরার আগে বল খেলেও রানের খাতা খুলতে পারেননি লাবুশেন।

অল্প সময়ের মধ্যে দুই উইকেট হারালেও বিপদ সামাল দেন স্মিথ খাজা। দুজন মিলে গড়েন ৬৭. ওভারে ১৫৯ রানের জুটি। দিনের খেলা শেষ হওয়ার সাত বল আগে ফাহিম আশরাফের দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন ২১৪ বলে ৭২ রান করা স্মিথ।

তবে নিজের উইকেট বাঁচিয়ে রেখেই ১ম দিনের খেলা শেষ করেছেন সেঞ্চুরিয়ান খাজা। দিন শেষে তার ব্যাট থেকেই এসেছে দলের অর্ধেকের বেশি রান। তিনি ১৩ চার ছক্কায়, ২৬৬ বলে ১২৭ রান করেছেন। নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিং করতে নেমে বলে শূন্য রান করে অপরাজিত আছেন নাথান লায়ন।

স্কোরবোর্ড

অস্ট্রেলিয়া (১ম ইনিংস) – ২৫১/৩ (৯০.০)


ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (প্রথম টেস্ট – ৫ম দিন)

অ্যান্টিগায় তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি জিততে ওয়েস্ট ইন্ডিজকে করতে হতো ৭১ ওভারে ২৮৬ রান। ইংলিশ বোলারদের বোলিং তোপে মাত্র ৬৭ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা। সেখান থেকে এনক্রুমাহ বোনার এবং জেসন হোল্ডারের ম্যারাথন জুটিতে ড্র’তেই শেষ হয়েছে ম্যাচ।

নিজেদের দ্বিতীয় ইনিংসে উইকেটে ২১৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। শনিবার এক সেশনের একটু কম খেলে মধ্যাহ্ন বিরতির আগে উইকেটে ৩৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় সফরকারীরা। ক্যারিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরিতে ১০৯ রান করেন অধিনায়ক জো রুট। আর এক ওপেনার জ্যাক ক্রলি থেমেছেন ১২১ রানে। এছাড়া ড্যান লরেন্স ৩৬, ক্রিস ওকস ১৮ জনি বেয়ারস্টো ১৫ রান করেন।

পরে ৭১ ওভারে ২৮৬ রানের লক্ষ্যে শুরু থেকেই রক্ষণাত্মক খেলতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ২৫ ওভার কাটিয়ে দেন ক্রেইগ ব্রাথওয়েট জন ক্যাম্পবেল। দলীয় ৫৯ রানের মাথায় আউট হন ৮২ বলে ৩৩ রান করা অধিনায়ক ব্রাথওয়েট। এরপরই নামে ছোটখাটো ধস। ইনিংসের ৩৫ ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান ক্যাম্পবেল (২২), শামার ব্রুকস () জার্মেইন ব্ল্যাকউড। ফলে শেষের ৩৬ ওভারে ম্যাচ জেতার জন্য ইংল্যান্ডের বাকি থাকে আর ৬টি উইকেট।

সেখান থেকে আর বিপদ ঘটতে দেননি বোনার হোল্ডার। এই দু’জন ৫ম উইকেটে ৩৫.৪ ওভারে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তোলেন। হোল্ডার ১০১ বলে ৩৭ এবং বোনার ১৩৮ বলে ৩৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ১ম ইনিংসে ১২৩ এবং ২য় ইনিংসে ৩৮* রানের ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এনক্রুমাহ বোনার।

স্কোরবোর্ড

ইংল্যান্ড (১ম ইনিংস) – ৩১১/১০ (১০০.৩)

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ৩৭৫/১০ (১৫৭.৩)

ইংল্যান্ড (২য় ইনিংস) – ৩৪৯/৬ (ডি) (৮৮.২)

ওয়েস্ট ইন্ডিজ (২য় ইনিংস) – ১৪৭/৪ (৭০.১)

ফলাফল – ম্যাচ ড্র

প্লেয়ার অফ দ্য ম্যাচ – এনক্রুমাহ বোনার

Exit mobile version