ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ২য় টেস্টের ১ম দিন এবং ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার ১ম টেস্টের ১ম দিন গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে আসুন নিবন্ধনটি এক ঝলক দেখে নিই।
ইংল্যান্ড বনাম ভারত (২য় টেস্ট – ১ম দিন)
লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জো রুট। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুল ব্যাটিংয়ে নেমেই ১২৬ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন। ১৪৫ বল খেলে ৮৩ রান করে জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে উইকেট থেকে বিদায় নেন রোহিত শর্মা। এরপর মাত্র ৯ রান করে সাজঘরে ফিরে যান চেতেশ্বর পুজারাও।
তিন নম্বরে নেমে অধিনায়ক বিরাট কোহলি রাহুলের সাথ ১১৭ রানের জুটি গড়ে তোলেন। শেষে ৪৩ রান করে ওলি রবিনসনের বলে উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরেন বিরাট কোহলি। কিন্তু এর আগে কেএল রাহুল ক্যারিয়ারের ষষ্ঠ শতক তুলে নেন। শেষ পর্যন্ত রাহুল (১২৭*) এবং অজিঙ্কা রাহানে (১*) অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন।
স্কোরবোর্ড
ভারত (১ম ইনিংস) – ২৭৬/৩ (৯০.০)
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (১ম টেস্ট – ১ম দিন)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টস হারা পাকিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ২১৭ রানে।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন অভিজ্ঞ ফাওয়াদ আলম। এছাড়া ফাহিম আশরাফ ৪৪ ও বাবর আজম করেন ৩০ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক ৩টি করে উইকেট শিকার জেসন হোল্ডার ও জেডেন সিলস। এছাড়া কেমার রোচ ২টি ও কাইল মায়ার্স ১টি উইকেট তুলে নেন।
শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে চার ওভারের মধ্যে মাত্র ২ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রানের খাতা খোলার আগেই কাইরন পাওয়েল ও এনক্রুমা বোনারকে সাজঘরে পাঠিয়েছেন মোহাম্মদ আব্বাস।
আজ (শুক্রবার) ম্যাচের দ্বিতীয় দিন ১ রান নিয়ে ব্যাট করতে নামবেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। অন্যদিকে থাকবেন ৬ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকা রস্টোন চেজ।
স্কোরবোর্ড
পাকিস্তান (১ম ইনিংস) – ২১৭/১০ (৭০.৩)
ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ২/২ (৪.০)
বিশ্বজুড়ে সব জমজমাট ক্রিকেট ম্যাচগুলো চলছে। তাদের সম্পর্কে আরও খবর জানতে Baji –র সাথেই থাকুন!