BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১১ মার্চ: ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (১ম টেস্ট – ৪র্থ দিন)

WI vs ENG

WI vs ENG

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ১ম টেস্টের ৪র্থ দিনের খেলা গতকাল মাঠে গড়িয়েছে। দিনের ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (প্রথম টেস্ট – ৪র্থ দিন)

বৃষ্টিবিঘ্নিত অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে জ্যাক ক্রলির সেঞ্চুরি আর জো রুটের ৮৪ রানের ইনিংসের সৌজন্যে ১ উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক ইংল্যান্ড।

চতুর্থ দিনে ৯ উইকেটে ৩৭৩ রান নিয়ে শুরু করা ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৩ বল টিকতে দিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩১১ রানের জবাবে ৩৭৫ রান তুলতেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ৩৭৫ রান করতে ১৫৭ ওভারের বেশি কাটিয়ে দিয়েছে স্বাগতিকরা।

নিজেদের ২য় ইনিংসে ব্যাটিং করতে নেমে দেখেশুনে খেলা শুরু করে ইংলিশরা। প্রথম ১০ ওভারে তোলে মাত্র ২৪ রান। ১১তম ওভারে এসে কেমার রোচের বলে এলবিডব্লিউ হন অ্যালেক্স লিস (৬)। এরপর ১৯৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন রুট আর ক্রলি। ইংল্যান্ডের লিড এখন ১৫৩ রান।

মাঝে বৃষ্টির কারণে কয়েকবার খেলা বন্ধ হয়েছে। সারাদিনে খেলা হয়েছে ৬৪ ওভারের মতো। তার মধ্যেই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্রলি। ২০০ বল মোকাবেলায় ১৬ বাউন্ডারিতে ১১৭ রানে অপরাজিত আছেন এই তরুণ প্লেয়ার। রুটও ৮৪ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির অপেক্ষায় আছেন।

স্কোরবোর্ড

ইংল্যান্ড (১ম ইনিংস) – ৩১১/১০ (১০০.৩)

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ৩৭৫/১০ (১৫৭.৩)

ইংল্যান্ড (২য় ইনিংস) – ২১৭/১ (৬৩.২)

Exit mobile version