আইপিএল এর ১৪তম আসরের এলিমিনেটর ম্যাচটি গতকাল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে মাঠে গড়িয়েছে।
আইপিএল ২০২১ – এলিমিনেটর (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স)
আইপিএল ২০২১ এর এলিমিনেটর ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর বিপক্ষে ২ বল হাতে রেখে ৪ উইকেটের এক দুর্দান্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই সাথে ২য় কোয়ালিফায়ার ম্যাচে নিজেদের জায়গা নিশ্চিত করেছে কেকেআর।
টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে কেকেআর এর বোলারদের অসাধারণ বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলতে সমর্থ হয় আরসিবি। দলের হয়ে অধিনায়ক বিরাট কোহলি ৩৩ বলে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন। এছাড়া দেবদূত পাডিকাল ২১ রান এবং গ্লেন ম্যাক্সওয়েল ১৫ রান করেন। কেকেআর এর হয়ে সুনীল নারাইন ৪ ওভারে ২১ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া লকি ফার্গুসন ২টি উইকেট তুলে নেন।
১৩৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় কেকআর। দলের পক্ষে শুবমান গিল ১৮ বলে সর্বোচ্চ ২৯ রান করেন। ভেঙ্কটেশ আয়ার ২৬ ও নীতিশ রানা ২৩ রান করেন। এছাড়া সুনীল নারাইন ১৫ বলে ২৬ এবং সাকিব আল হাসান ৬ বলে ৯ রানের দুটি কার্যকারী ইনিংস খেলেন। আরসিবি এর হয়ে যুজবেন্দ্র চাহাল, হার্শাল প্যাটেল ও মোহাম্মদ সিরাজ ২টি করে উইকেট তুলে নেন।
এই ম্যাচে পরজিত হয়ে টুর্নামেন্টে থেকে বিদায় নিল আরসিবি। আগামীকাল ২য় কোয়ালিফায়ার ম্যাচে কেকেআর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মুখোমুখি হবে।
স্কোরবোর্ড
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৩৮/৭ (২০.০)
কলকাতা নাইট রাইডার্স – ১৩৯/৬ (১৯.৪)
ফলাফল – কলকাতা নাইট রাইডার্স ৪ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – সুনীল নারাইন
প্লে-অফের পর আইপিএল ২০২১ আরও উত্তেজনা ছড়াচ্ছে। আইপিএল ২০২১ এর আরো আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন!