BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১০ জুলাই: জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ (একমাত্র টেস্ট – ৪র্থ দিন), ইংল্যান্ড বনাম পাকিস্তান (২য় ওয়ানডে), ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (২য় টি20)

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্টের ৪র্থ দিন, ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি গতকাল এবং আজ যথাক্রমে মাঠে গড়িয়েছে। ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধটি একটি ঝলক দেখে নিই। 

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ (একমাত্র টেস্ট – ৪র্থ দিন)

তৃতীয় দিন শেষে ৪৫ রানে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ, ক্রিজে থাকা সাদমান ইসলাম (২২*) ও সাইফ হাসানকে (২০*) সাথে নিয়ে চতুর্থ দিন সকালে মাঠে নামে। দুজনে মিলে গড়েন ৮৮ রানের জুটি। রিচার্ড এনগারাভার শিকার হয়ে সাইফ (৪৩) সাজঘরে ফিরে যাওয়ার পর ঘণ্টা ২০ মিনিট ক্রিজে রাজত্ব করেছেন সাদমান নাজমুল হোসেন শান্ত। 

দ্বিতীয় উইকেটে এই দুজনের অবিচ্ছিন্ন ১৯৬ রানের জুটিতে জিম্বাবুয়ের ধরাছোঁয়ার বাইরে চলে যায় বাংলাদেশ। বাউন্ডারিতে, ১৮০ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটি করেছেন সাদমান। আর নাজমুলের দ্বিতীয় সেঞ্চুরিটি এসেছে মাত্র ১০৯ বলে, বাউন্ডারি আর ছক্কায়। দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। যার ফলে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৭ রান।

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে তাসকিনের বলে উইকেট হারিয়ে সাজঘরে ফিরে যান জিম্বাবুয়ের ওপেনার মিল্টন শুম্বা (১১)। ১০২ বল খেলে মাত্র ৭ রান করে সাকিবের এলবিডব্লিউর ফাঁদে পড়েন তাকুজওয়ানশে কাইতানো। ব্যাট হাতে চোখ রাঙাচ্ছিলেন ব্রেন্ডন টেলর। ওয়ানডের মতো খেলে ৭৩ বলে ৯১ রান করে মিরাজের বলে প্যাভিলিয়নে ফিরেন টেলর। ডিওন মায়ার্স (১৮*) এবং ডোনাল্ড তিরিপানো (৭*) উইকেটে আছেন। 

দিন শেষে ৩ উইকেট হারিয়ে দলীয় ১৪০ রানে জয়ের লক্ষ্য থেকে ৩৩৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা সমাপ্ত করে জিম্বাবুয়ে।

স্কোরবোর্ড

বাংলাদেশ (১ম ইনিংস) – ৪৬৮/১০ (১২৬.০)

জিম্বাবুয়ে (১ম ইনিংস) – ২৭৬/১০ (১১১.৫)

বাংলাদেশ (২য় ইনিংস) – ২৮৪/১ (ডি.) (৬৭.৪)

জিম্বাবুয়ে (২য় ইনিংস) – ১৪০/৩ (৪০.০)



ইংল্যান্ড বনাম পাকিস্তান (২য় – ওয়ানডে)

লর্ডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫২ রানের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড। টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় ইংল্যান্ডকে। বৃষ্টির জন্য ওভার কমিয়ে ম্যাচ করা হয় ৪৭ ওভারে। কার্টেল ওভারের ম্যাচে ইংল্যান্ড ৪৫. ওভারে অলআউট হয়ে যায় ২৪৭ রানে। আগের ম্যাচে অভিষেক হওয়া ফিল সল্ট ৬০, জেমস ভিনস ৫৬, লুইস গ্রেগরি ৪০, ব্রাইডন কার্স ৩১ বেন স্টোকস ২২ রান করেন।

হাসান আলি ৫১ রানে উইকেট শিকার করেন। ২টি উইকেট নেন হারিস রউফ। ১টি করে উইকেট তুলেছেন শাহিন আফ্রিদি, শাদাব খান সৌদ শাকিল।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান একসময় ১১৮ রানে উইকেট হারিয়ে বসে। সেখান থেকে দলকে দুশর কাছাকাছি নিয়ে যান ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামা শাকিল। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন। দুই ওপেনার ইমামউলহক ফাখর জামান যথাক্রমে ১০ রান করে সাজঘরে ফেরেন। প্রথম ম্যাচে খাতা খুলতে না পারা বাবর আজম এই ম্যাচে ১৯ রান করে ক্রিজ ছাড়েন। এছাড়া পেসার হাসান আলি ৩১ রানের যোগদান রাখেন।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয়ে যায় ১৯৫ রানে। এছাড়া ব্যাট হাতে কার্যকরী অবদান রাখা ছাড়াও বল হাতে উইকেট নিয়ে ম্যাচ সেরা ক্রিকেটার নির্বাচিত হন লুইস গ্রেগরি। সেই সাথে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ব্যবধানে নিজেদের করে নেয় ইংল্যান্ড।

স্কোরবোর্ড

ইংল্যান্ড – ২৪৭/১০ (৪৫.২)

পাকিস্তান – ১৯৫/১০ (৪১.০)

ফলাফল – ইংল্যান্ড ৫২ রানে জয়ী (বৃষ্টির কারণে দুই দলের জন্যে খেলা ৪৭ ওভারে নামিয়ে আনা হয়েছিল)

প্লেয়ার অফ দি ম্যাচ – লুইস গ্রেগরি


ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (২য় – টি20)

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ৫৬ রানের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল এবং ডোয়াইন ব্র্যাভোর ব্যাটিং ঝড়ে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ক্যরিবীয়রা।

সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ২ চার ও ৪ ছক্কায়, ৩৬ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেটমায়ার। ব্র্যাভো ও হেটমায়ারের জুটিতে ১০ ওভারে ১০৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র তিন রানের জন্য অর্ধশত হাতছাড় করেন ব্র্যাভো। ৩৪ বলে ৪৭ রান করেন তিনি। তবে শেষে অন্যদের ছাপিয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার রাসেল। ২ চার ও ২ ছক্কায়, ৮ বলে অপরাজিত ২৪ রান করেন তিনি। 

জবাবে ১৪০ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। মিচেল মার্শ ৪২ বলে ৫৪ রান করলেও ম্যাচ জেতাতে ব্যর্থ হন। কারণ তাকে কেউই সঙ্গ দিতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেলডন কটরেল নেন ২টি উইকেট, এবং হেইডেন ওয়ালশ নেন ৩টি উইকেট। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। আর এক ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিবে ক্যারিবীয়রা।

স্কোরবোর্ড

ওয়েস্ট ইন্ডিজ – ১৯৬/৪ (২০.০)

অস্ট্রেলিয়া – ১৪০/১০ (১৯.২)

ফলাফল – ওয়েস্ট ইন্ডিজ ৫৬ রানে জয়ী

প্লেয়ার অফ দি ম্যাচ – শিমরন হেটমায়ার

 

ব্যাট ও বলের কিছু দুর্দান্ত লড়াই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট চলছে। ক্রিকেটের আরও সর্বশেষ আপডেটের জন্য Baji –র সাথেই থাকুন!

Exit mobile version