Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১০ জানুয়ারি: বিবিএল ২০২১/২২ (ম্যাচ ৪৪ এবং ম্যাচ ৪৩), নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (২য় টেস্ট – ২য় দিন)

বিবিএল ২০২১/২২ – ম্যাচ ৪৪ (হোবার্ট হারিকেনস এবং সিডনি থান্ডার)

বিবিএল ২০২১/২২ এর ৪৪তম ম্যাচে মেলবোর্নের এমসিজি গ্রাউন্ডে অ্যালেক্স হেলসের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ১৬ বলে হাতে রেখে ৯ উইকেটের এক বিশাল জয় পেয়েছে সিডনি থান্ডার। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে সমর্থ হয় হারিকেনস।

হারিকেনসের হয়ে বেন ম্যাকডারমট ৩৪ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া ডি’আর্সি শর্ট ২৯ এবং পিটার হ্যান্ডসকম্ব ২১ রানের দুটি ইনিংস খেলেন। থান্ডারের হয়ে গুরিন্দর সান্ধু ও নাথান ম্যাকঅ্যান্ড্রু সর্বোচ্চ ২টি করে উইকেটে শিকার করেন। এছাড়া ড্যানিয়েল সামস ও তানভীর সংঘ ১টি করে উইকেট তুলে নেন।

১৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় থান্ডাররা। দলের পক্ষে ১১ চার ও ১ ছক্কায়, ৫৬ বলে সর্বোচ্চ অপরাজিত ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওপেনার অ্যালেক্স হেলস। এছাড়া জেসন সংঘ ৩১ বলে ৩৫ এবং ম্যাথু গিলকেস ১৭ বলে ১৯ রান করেন। হারিকেনসের হয়ে ডি’আর্সি শর্ট ১টি উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে এসেছে সিডনি থান্ডার। অপরদিকে পরাজিত হয়ে হোবার্ট হারিকেনস এখন পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড

হোবার্ট হারিকেনস – ১৩৯/৬ (২০.০)

সিডনি থান্ডার – ১৪০/১ (১৭.২)

ফলাফল – সিডনি থান্ডার ৯ উইকেটে জয়ী 

প্লেয়ার অফ দ্য ম্যাচ – অ্যালেক্স হেলস


বিবিএল ২০২১/২২ – ম্যাচ ৪৩ (মেলবোর্ন স্টারস বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স)

বিবিএল ২০২১/২২ এর ৪৩তম ম্যাচে মেলবোর্নের এমসিজি গ্রাউন্ডে জো ক্লার্কের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৫ বলে হাতে রেখে ৫ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে মেলবোর্ন স্টারস। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে স্টারসের বোলারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে সমর্থ হয় স্ট্রাইকার্স।

স্ট্রাইকার্সের হয়ে জনাথন ওয়েলস ৫৬ বলে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন। এছাড়া হ্যারি নিলসন ১৪ এবং থমাস কেলি ১৩ রান করেন। স্টারসের হয়ে কায়েস আহমেদ, অ্যাডাম জাম্পা ও হারিস রউফ সর্বোচ্চ ২টি করে উইকেটে শিকার করেন। এছাড়া ক্লিন্ট হিঞ্চলিফ ও ব্রডি কাউচ ১টি করে উইকেট তুলে নেন।

১৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্টারস। দলের পক্ষে ৩ চার ও ৪ ছক্কায়, ৫৮ বলে সর্বোচ্চ অপরাজিত ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন উইকেট রক্ষক ব্যাটার জো ক্লার্ক। এছাড়া হিলটন কার্টরাইট ১১ বলে ১৭ এবং বিউ ওয়েবস্টার ২০ বলে অপরাজিত ১৪ রান করেন। স্ট্রাইকার্সের হয়ে পিটার সিডল সর্বাধিক ২টি উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৭ম স্থানে উঠে এসেছে মেলবোর্ন স্টারস। অপরদিকে পরাজিত হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স এখনও পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।

স্কোরবোর্ড

অ্যাডিলেড স্ট্রাইকার্স – ১৩৯/৯ (২০.০)

মেলবোর্ন স্টারস – ১৪০/৫ (১৯.১) 

ফলাফল – মেলবোর্ন স্টারস ৫ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – জো ক্লার্ক


নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (২য় টেস্ট – ২য় দিন)

১ উইকেটে ৩৪৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ৯৯ রান নিয়ে ব্যাট করতে নামা ডেভন কনওয়ে দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন। তবে ইনিংস আর বেশি বড় করতে পারেননি। ১২ চার ও ১ ছক্কায়, ১৬৬ বলে ১০৯ রানের ইনিংস খেলে মেহেদী হাসানের থ্রোতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন এই কিউই ব্যাটসম্যান।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ড্যারিল মিচেলকে (৩) সাজঘরে পাঠান পেসার শরিফুল ইসলাম। বিরতির পর টম ল্যাথাম ও টম ব্লান্ডেল ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ৭৬ রানের জুটি গড়ে তোলেন। কিউই অধিনায়ক ৩৪ চার ও ২ ছক্কায়, ৩৭৩ বলে ২৫২ রানের ইনিংস খেলে মুমিনুল হকের বলে ইয়াসির আলির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন। শেষে বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে ৬ উইকেটে ৫২১ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৭ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শাদমান ইসলাম ৭, নাজমুল হোসেন শান্ত ৪, লিটন দাস ৮ রান করতে পারলেও রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক মুমিনুল হক ও মোহাম্মদ নাঈম।

ষষ্ঠ উইকেটে ৬০ রানের ‍জুটি গড়েন ইয়াসির আলী ও নুরুল হাসান। নুরুল ৪১ রানে ফিরলেও ইয়াসির হাঁকিয়েছেন অর্ধশত। ৭টি চারের সাহায্যে ৯৫ বলে ৫৫ রান করেন ইয়াসির। তবে কিউই বোলারদের বোলিং তোপে ১২৬ রানের বেশি করতে পারেনি টাইগাররা। 

বাংলাাদেশের ইনিংস শেষ হওয়ার সাথে সাথেই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। নিজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন। এছাড়া টিম সাউদি ৩টি এবং কাইল জেমিসন ২টি করে উইকেট তুলে নেন।

স্কোরবোর্ড

নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ৫২১/৬ (ডি) (১২৮.৫)

বাংলাদেশ (১ম ইনিংস) – ১২৬/১০ (৪১.২)

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...