বিপিএল ২০২২ – ম্যাচ ২৫ (খুলনা টাইগার্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা)
বুধবার বিপিএল ২০২২ এর ২৫তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটের এক সজহ জয় তুলে নিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে টাইগার্স।
টাইগার্সের হয়ে সিকান্দার রাজা, ৫ চার ও ৪ ছক্কায়, ৫০ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন। এছাড়া মাহেদী হাসান ১৭ এবং মুশফিকুর রহিম ও থিসারা পেরেরা উভয়ই ১২ রানের দুটি ইনিংস খেলেন। মিনিস্টার গ্রুপের হয়ে আরাফাত সানি এবং আজমতুল্লাহ ওমরজাই সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন।
১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মিনিস্টার গ্রুপ। দলের পক্ষে, ৩৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এছাড়া জহিরুল ইসলাম ৩০ এবং শামসুর রহমান ২৫ রানের দুটি কার্যকারী ইনিংস খেলেন। টাইগার্সের হয়ে থিসারা পেরেরা সর্বাধিক ২টি করে উইকেট তুলে নেন।
এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে উঠে এসেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। অপরদিকে পরাজিত হয়ে খুলনা টাইগার্স এখন পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে অবস্থান করছে।
স্কোরবোর্ড
খুলনা টাইগার্স – ১২৯/৮ (২০.০)
মিনিস্টার গ্রুপ ঢাকা – ১৩১/৫ (১৯.২)
ফলাফল – মিনিস্টার গ্রুপ ঢাকা ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – আরাফাত সানি
বিপিএল ২০২২ – ম্যাচ ২৬ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স)
বুধবার বিপিএল ২০২২ এ ডাবল হেডারের ২য় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদুল হাসান জয় এবং এবং মোস্তাফিজুর রহমানের অসাধারণ পারফর্মেন্সের সুবাদে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ৪ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে সানরাইজার্স।
সানরাইজার্সের পক্ষে ৯ চার ও ৩ ছক্কায়, ৬৩ বলে সর্বোচ্চ ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওপেনার কলিন ইনগ্রাম। এছাড়া এনামুল হক ৪৬ এবং লেন্ডল সিমন্স ১৬ রান করেন। ভিক্টোরিয়ান্সের হয়ে মোস্তাফিজ ৪ ওভারে ২৩ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া সুনীল নারাইন ও তানভীর ইসলাম ১ টি করে উইকেট তুলে নেন।
১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে, ৭ চার ও ২ ছক্কায়, ৫০ বলে সর্বোচ্চ ৬৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন মাহমুদুল। এছাড়া মঈন আলী ৩৫ বলে ৪৬ এবং শেষ দিকে নারাইন ১২ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। সানরাইজার্সের হয়ে নাজমুল ইসলাম ও আলাউদ্দিন বাবু সর্বাধিক ২টি করে উইকেট তুলে নেন।
এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সেই সাথে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। অপরদিকে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় হয়ে যাওয়া সিলেট সানরাইজার্স পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।
স্কোরবোর্ড
সিলেট সানরাইজার্স – ১৬৯/৫ (২০.০)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স – ১৭৩/৬ (১৯.৫)
ফলাফল – কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – মাহমুদুল হাসান জয়
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (২য় ওয়ানডে)
গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৪৪ রানের দুর্দান্ত জয়ে এক ম্যাচ বাকি থাকতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল স্বাগতিক ভারত। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৪৬ ওভারে ১৯৩ রান তুলতেই অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা।
গতকাল ভারত তাদের ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছিল। এদিন রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করতে মাঠে নামেন ঋষভ পন্থ। মিডল অর্ডারকে শক্তিশালী করতে লোকেশ রাহুলকে চারে নামানো হয়। কিন্তু তাদের এই পরিকল্পনা কাজে লাগেনি। রোহিত মাত্র ৫ রান করে আউট হন। কোহলির সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করা পন্থ বাজে শট খেলে ক্যাচ আউট হন ১৮ রানে। কোহলিও সাজঘরে ফিরেন ১৮ রান করে।
চতুর্থ উইকেটে সূর্যকুমার যাদব ও রাহুল ৯১ রানের জুটি গড়ে তোলেন। দলীয় ১৩৪ রানে রাহুল (৪৯) সাজঘরে ফিরেন। তবে সূর্যকুমার অর্ধশত রান পূর্ণ করেন। ১৭৭ রানের মাথায় ব্যক্তিগত ৬৪ রানে ফিরেন তিনি। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ২৪ ও দীপক হুদা ২৯ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২০০ পার করেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৭ রান তুলতে পারে ভারত।
২৩৮ রানের টার্গেটে খেলতে নেমে ৭৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে ক্যারিবীয়রা। এরপর শামারা ব্রুকস, আকিল হোসেন, ওডিয়ান স্মিথ চেষ্টা করলেও জয়ের নাগাল পাননি। ব্যাট হাতে ব্রুকস সর্বোচ্চ ৪৪ রান করেন। ৩৪ রান করেন আকিল। শাই হোপ ২৭ ও ওডিয়ান ২৪ রান করেন। ভারতের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ ৯ ওভার বল করে ৩ মেডেনসহ মাত্র ১২ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।
স্কোরবোর্ড
ভারত – ২৩৭/৯ (৫০.০)
ওয়েস্ট ইন্ডিজ – ১৯৩/১০ (৪৬.০)
ফলাফল – ভারত ৪৪ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – প্রসিদ্ধ কৃষ্ণ