BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৯ জুলাই: জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ (একমাত্র টেস্ট – ৩য় দিন), ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (১ম টি২০)

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টের ৩য় দিন এবং ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি গতকাল এবং আজ যথাক্রমে মাঠে গড়িয়েছে। ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধটি একটি ঝলক দেখি।

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ (একমাত্র টেস্ট – ৩য় দিন)

দ্বিতীয় দিন শেষে ১১৪ রানে ১ উইকেট হারানো জিম্বাবুয়ে, ক্রিজে থাকা ব্রেন্ডন টেলর (৩৭) ও তাকুজওয়ানশে কাইতানোকে (৩৩) সাথে নিয়ে তৃতীয় দিন সকালে মাঠে নামে। দুজনে মিলে গড়েন ১১৫ রানের জুটি। ৩য় দিনের প্রথম সাফল্য এনে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ভয়ংকর হয়ে ওঠা ব্রেন্ডন টেইলরকে (৮১) ফেরান তিনি।

অন্যপ্রান্তে নিজের অভিষেক ম্যাচেই অর্ধ-শতক তুলে নেন ওপেনার কাইতানো। নম্বরে নামা ডিওন মায়ার্সের সঙ্গে গড়েন ৪৯ রানের জুটি। শেষে মিরাজের বলেই উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফেরেন কাইতানো (৮৭)। ২৭ রান করা মায়ার্সকে সাজঘরে পাঠান সাকিব। এরপর টিমিসেন মারুমাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলে, রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরত পাঠান সাকিব।

সাকিবমিরাজের দারুণ বোলিংয়ে ২৭৬ রানেই শেষ হয়েছে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। যেখানে ১৯২ রানের লিড পায় বাংলাদেশ। মিরাজ তার ক্যারিয়ারে অষ্টমবারের মতো পেয়েছেন ফাইফারের দেখা। ৮২ রানে ৫টি উইকেট তুলে নেন এই অফস্পিনার। সাকিব সমান রান খরচায় নেন ৪টি উইকেট। বাকি এক উইকেট তুলে নেন তাসকিন।

জবাবে শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে দলকে আর কোনো বিপদে পড়তে দেননি টাইগার ওপেনার সাইফ হাসান আর সাদমান ইসলাম। ১৭ ওভার খেলে বিনা উইকেটে ৪৫ রান তুলেছে তারা। সাইফ (২০*) এবং সাদমান (২২*) অপরাজিত থেকে স্বাগতিকদের থেকে ২৩৭ রানে এগিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন।

স্কোরবোর্ড

বাংলাদেশ (১ম ইনিংস) – ৪৬৮/১০ (১২৬.০)

জিম্বাবুয়ে (১ম ইনিংস) – ২৭৬/১০ (১১১.৫)

বাংলাদেশ (২য় ইনিংস) – ৪৫/০ (১৭.০)



ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (১ম – টি২০)

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮ রানের জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। 

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৫০ রান তুলতে ৫৯ বল খেলতে হয় ক্যারিবীয়দের। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেলের ৩ চার ও ৫ ছয়ে, ২৮ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১৪৫ রান তুলতে পারে স্বাগতিকরা। এছাড়া ২৮ বলে ২৭ রান করেন লেন্ডল সিমন্স। অজিদের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন জশ হ্যাজলউড (৩-১২, ৪ ওভার)।

১৪৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৬ ওভারে ১২৭ রান করে অলআউট হয়ে যায় অ্যারন ফিঞ্চের দল। অথচ ৮ ওভার শেষ না হতে ৮৯ রান স্কোরবোর্ডে জমা করেছিল অজিরা। এরপরেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। ১২৭ এ এসে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। ১১৭ থেকে ১২৭, মাত্র ১০ রানের মধ্যে পড়েছে শেষ ৫ উইকেট। ৫টি চার ও ২টি ছক্কায়, ৩১ বলে সর্বোচ্চ ৫১ রান করেন মিচেল মার্শ। ম্যাথু ওয়েড ১৪ বলে ৩৩ রান করেন।

ক্যারিবীয়দের পক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন ওবেদ ম্যাককয়। এছাড়া ক্যারিয়ারসেরা বোলিং করেন হেইডেন ওয়ালশ (৩-২৩, ৪ ওভার)।

স্কোরবোর্ড

ওয়েস্ট ইন্ডিজ – ১৪৫/৬ (২০.০)

অস্ট্রেলিয়া – ১২৭/১০ (১৬.০)

ফলাফল – ওয়েস্ট ইন্ডিজ ১৮ রানে জয়ী

প্লেয়ার অফ দি ম্যাচ – ওবেদ ম্যাককয়

 

ব্যাট ও বলের কিছু দুর্দান্ত লড়াই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট চলছে। ক্রিকেটের আরও সর্বশেষ আপডেটের জন্য Baji –র সাথেই থাকুন!

Exit mobile version