বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচের সিরিজের ৫ ম ও শেষ টি-20I গতকাল মাঠে গড়িয়েছে। চলুন খেলার আকর্ষণীয় ঘটনাগুলো জানতে নিবন্ধটি এক ঝলক দেখে নিই।
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (৫ম – টি20I)
সোমবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ টি-20I ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬০ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। সেইসাথে পাঁচ ম্যাচের টি-20I সিরিজটি ৪-১ ব্যবধানে জয়ী হয়ে শেষ করেছে টাইগাররা।
টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে স্বাগতিক দল বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৬ রান তুলে নেয় তারা। কিন্তু এরপর অসিদের বোলিং তোপে নিয়মিত উইকেট হারাতে থাকে টাইগাররা। ফলে দলের স্কোর আর খুব বেশি বড় করতে পারেনি তারা। শেষে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান তুলতে পারে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন মোহাম্মদ নাইম। সফরকারীদের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট শিকার করেন নাথান এলিস ও ড্যান ক্রিশ্চিয়ান।
১২৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ১৩.৪ ওভারে মাত্র ৬২ রানেই অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। যা তাদের টি-20I ইতিহাসের সর্বনিম্ম রানে অল-আউট হওয়ার ঘটনা! শেষ ১৪ রানে ৭ উইকেট হারায় অসিরা। দলের পক্ষে সর্বোচ্চ অসি অধিনায়ক ম্যাথু ওয়েড ২২ রান করেন এবং বেন ম্যাকডারমট করেন ১৭ রান। এই দুজন ব্যাতীত আর কোন ব্যাটসম্যানই অসিদের হয়ে দুই অঙ্কের স্কোর ছুঁতে পারেননি।
বাংলাদেশের হয়ে ৩.৪ ওভার বল করে ৯ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ৩টি, নাসুম আহমেদ ২টি ও মাহমুদউল্লাহ ১টি উইকেট তুলে নেন। তবে ৫ ম্যাচের সিরিজে ১১৪ রানের পাশাপাশি ৭ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছেন সাকিব আল হাসান।
স্কোরবোর্ড:
বাংলাদেশ – ১২২/৮ (২০.০)
অস্ট্রেলিয়া – ৬২/১০ (১৩.৪)
ফলাফল – বাংলাদেশ ৬০ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – সাকিব আল হাসান
প্লেয়ার অফ দ্য সিরিজ – সাকিব আল হাসান
টাইগাররা প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে ক্যাঙ্গারুদের হারিয়েছে। ক্রিকেটের আরও উত্তেজনাপূর্ণ খবর পেতে, Baji -র সাথেই থাকুন!