পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যেকার ১ম টেস্টের ৫ম দিন এবং ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ১ম টেস্টের ১ম দিন গতকাল মাঠে গড়িয়েছে। দিনের ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (প্রথম টেস্ট – ৫ম দিন)
চতুর্থ দিন শেষে ৪৪৯ রানে ৭ উইকেট হারানো অস্ট্রেলিয়া ক্রিকেট দল, ক্রিজে থাকা মিচেল স্টার্ক (১২*) এবং অধিনায়ক প্যাট কামিন্সকে (৪*) নিয়ে পঞ্চম দিন সকালে মাঠে নামে। কিন্তু পাকিস্তানি পেসার এবং স্পিনারদের তোপে স্কোরবোর্ডে মাত্র ১০ রান যোগ করতেই শেষ তিন উইকেট হারায় অসিরা। পাকিস্তানের পক্ষে নৌমান আলী সর্বোচ্চ ৬টি, শাহিন আফ্রিদি ২টি এবং নাসিম শাহ ও সাজিদ খান ১টি করে উইকেট তুলে নেন।
১৭ রানের লিড নিয়ে নিজেদের ২য় ইনিংসে ব্যাটিং করতে নেমে পাকিস্তান বিনা উইকেটে ২৫২ রান সংগ্রহ করে পঞ্চম দিনের খেলা শেষ করেন। ফলে রান উৎসবের এই ম্যাচটি অনুমিতভাবেই ড্র হয়েছে। ২য় ইনিংসে পাকিস্তানের দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন। ১৩৬ রানে আবদুল্লাহ শফিক এবং ১১১ রানে ব্যাট অপরাজিত থাকেন ম্যাচসেরা ইমাম-উল হক।
ইমাম-উল হক ১ম ইনিংসে ১৫৭ এবং ২য় ইনিংসে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আগামী ১২ই মার্চ করাচির জাতীয় স্টেডিয়ামে এই দুই দল সিরিজের ২য় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে।
স্কোরবোর্ড:
পাকিস্তান (১ম ইনিংস) – ৪৭৬/৪ (ডি) (১৬২.০)
অস্ট্রেলিয়া (১ম ইনিংস) – ৪৫৯/১০ (১৪০.১)
পাকিস্তান (২য় ইনিংস) – ২৫২/০ (৭৭.০)
ফলাফল – ম্যাচ ড্র
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ইমাম-উল-হক
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (প্রথম টেস্ট – ১ম দিন)
জনি বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যে অ্যান্টিগা টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৬৮ রান তুলেছে সফরকারী ইংল্যান্ড। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ১৭ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়ে বসে ইংলিশরা। অভিষিক্ত অ্যালেক্স লিস ৪ এবং জ্যাক ক্রলি ৮ রানে সাজঘরে ফিরেন।
এর ১০ রান পর অধিনায়ক জো রুট (১৩) সাজঘরের পথ ধরলে চরম সংকটে পড়ে সফরকারীরা। এরপর উইকেটে থিতু হয়ে যাওয়া ড্যান লরেন্সও প্যাভিলিয়নে ফিরেন ২০ রান করে। ফলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪৮ রান। সেখান থেকে বেন স্টোকসকে নিয়ে পঞ্চম উইকেটে ৬৭ রানের জুটিতে বিপদ কিছুটা কাটিয়ে উঠেছিলেন বেয়ারস্টো।
কিন্তু স্টোকস ৩৬ রান করে জেডন সিলসের বলে বোল্ড হয়ে গেলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে সফরকারীরা। তবু হার মানেননি বেয়ারস্টো। ষষ্ঠ উইকেটে বেন ফোকসকে নিয়ে ৯৯ রানের আরেকটি জুটি গড়ে দলকে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। ব্যক্তিগত ৪২ রানে জেসন হোল্ডারের এলবিডব্লিউয়ের শিকার হন ফোকস। তবে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি বেয়ারস্টো।
দিনের বাকি সময়টা ক্রিস ওকসকে নিয়ে দেখেশুনেই কাটিয়ে দিয়েছেন বেয়ারস্টো। ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে ১০৯ রানে অপরাজিত আছেন তিনি। ওকস আছেন ২৪ রানে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন তিন পেসার কেমার রোচ, জেডন সিলস এবং জেসন হোল্ডার।
স্কোরবোর্ড:
ইংল্যান্ড (১ম ইনিংস) – ২৬৮/৬ (৮৬.০)