BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৭ ফেব্রুয়ারি: বিপিএল ২০২২ (ম্যাচ ২১ এবং ম্যাচ ২২), পিএসএল ২০২২ (ম্যাচ ১৫)

বিপিএল ২০২২ – ম্যাচ ২১ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল)

সোমবার বিপিএল ২০২২ এর ২১তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের অল-রাউন্ডার নৈপুণ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩২ রানের জয় পেয়েছে ফরচুন বরিশাল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে ফরচুন। 

ফরচুনের হয়ে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব, ৪ চার ও ২ ছক্কায়, ৩৭ বলে সর্বোচ্চ ৫০ রানের দুঃসাহসিক ইনিংস খেলেন। এছাড়া মুনিম শাহরিয়ার ২৫ বলে ৪৫ এবং তৌহিদ হৃদয় ৩৭ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন। ভিক্টোরিয়ান্সের হয়ে তানভীর ইসলাম সর্বাধিক ২টি উইকেট তুলে নেন।

১৫৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ফরচুনের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে, ৩০ বলে সর্বোচ্চ ৩০ রান করেন মমিনুল হক। এছাড়া লিটন দাস ১৭ বলে ১৯ এবং তানভীর ইসলাম ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। ফরচুনের হয়ে নাঈম হাসান সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া সাকিব ও ডোয়াইন ব্রাভো ২টি এবং নাজমুল হোসেন শান্ত ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচ সহ টানা চার ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠে এসেছে ফরচুন বরিশাল। অপরদিকে পরাজিত হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড

ফরচুন বরিশাল – ১৫৫/৫ (২০.০)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স – ১২৩/৯ (২০.০) 

ফলাফল – ফরচুন বরিশাল ৩২ রানে জয়ী 

প্লেয়ার অফ দ্য ম্যাচ – সাকিব আল হাসান



বিপিএল ২০২২ – ম্যাচ ২২ (খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্স)

সোমবার বিপিএল ২০২২ এ ডাবল হেডারের ২য় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সৌম্য সরকারের ব্যাটিং এবং বোলিং উভয়ই বিভাগেই দুর্দান্ত পারফর্মেন্সের সৌজন্যে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৫ রানের জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে টাইগার্স।

টাইগার্সের পক্ষে ৪ চার ও ৪ ছক্কায়, ৬২ বলে সর্বোচ্চ অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সৌম্য। এছাড়া মুশফিকুর রহিম ৩৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। সানরাইজার্সের হয়ে সোহাগ গাজী এবং একেএস স্বাধীন সর্বাধিক ১টি করে উইকেট তুলে নেন।

১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানে থেমে যায় সানরাইজার্সের ইনিংস। দলের পক্ষে, ৩ চার ও ৩ ছক্কায়, ৩৩ বলে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন ওপেনার এনামুল হক। এছাড়া কলিন ইনগ্রাম ৩৭ এবং মোসাদ্দেক হোসেন ৩৯* রান করেন। টাইগার্সের হয়ে থিসারা পেরেরা এবং সৌম্য সরকার সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া নাবিল সামাদ ও খালেদ আহমেদ ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে উঠে এসেছে খুলনা টাইগার্স। অপরদিকে এই ম্যাচ সহ টানা চার ম্যাচে পরাজিত হয়ে সিলেট সানরাইজার্স পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।

স্কোরবোর্ড

খুলনা টাইগার্স – ১৮২/৩ (২০.০)

সিলেট সানরাইজার্স – ১৬৭/৬ (২০.০)

ফলাফল – খুলনা টাইগার্স ১৫ রানে জয়ী  

প্লেয়ার অফ দ্য ম্যাচ – সৌম্য সরকার



পিসিএল ২০২২ – ম্যাচ ১৫ (কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম লাহোর কালান্দার্স)

পিসএল ২০২২ এর ১৫তম ম্যাচে করাচির জাতীয় স্টেডিয়ামে জেসন রয়ের অসাধারণ সেঞ্চুরির সৌজন্যে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৪ রানের বড় স্কোর সংগ্রহ করে কালান্দার্স।

কালান্দার্সের পক্ষে, ফখর জামান ৩ চার ও ৩ ছক্কায়, ৪৫ বলে সর্বোচ্চ ৭০ রান করেন। শেষ দিকে হ্যারি ব্রুক (১৭ বলে ৪১ রান) এবং ডেভিড ভিসা (৯ বলে ২২ রান) দুটি ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। গ্ল্যাডিয়েটর্সের হয়ে গোলাম মুদাসসার সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এছাড়া লুক উড ও ইফতেখার আহমেদ ১টি করে উইকেট তুলে নেন।

২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গ্ল্যাডিয়েটর্স। দলের পক্ষে ১১ চার ও ৮ ছক্কায়, ৫৭ বলে সর্বোচ্চ ১১৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন জেসন রয়। এছাড়া জেমস ভিন্স (৩৮ বলে ৪৯*) এবং মোহাম্মদ নওয়াজ (১২ বলে ২৫*) দুটি কার্যকারী ইনিংস খেলে মাঠ ছাড়েন। কালান্দার্সের হয়ে কামরান গুলাম, হারিস রউফ এবং ডেভিড ভিসা ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে উঠে এসেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। অপরদিকে পরাজিত হয়ে লাহোর কালান্দার্স র‍্যাঙ্কিংয়ের ৩য় স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড

লাহোর কালান্দার্স – ২০৪/৫ (২০.০)

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স – ২০৭/৩ (১৯.৩)

ফলাফল – কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৭ উইকেটে জয়ী 

প্লেয়ার অফ দ্য ম্যাচ – জেসন রয়

Exit mobile version