BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৭ই নভেম্বর: আইসিসি মেনস টি20 বিশ্বকাপ (ম্যাচ ৪০ এবং ৪১)

নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ৪০ তম ম্যাচ এবং পাকিস্তান ও স্কটল্যান্ডের মধ্যকার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ৪১ তম ম্যাচটি গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচগুলোর উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান। 

আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ৪০ (নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান)

আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এর ৪০ তম ম্যাচে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ১১ বল হাতে রেখে ৮ উইকেটের এক বিশাল জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। সেই সাথে গ্রুপ-২ এর রানারআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কিউইরা।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে কিউই বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সমর্থ হয় আফগানিস্তান। আফগানদের পক্ষে ৬ চার ও ৩ ছক্কায়, ৪৮ বলে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন নাজিবুল্লাহ জাদরান। এছাড়া গুলবাদিন নায়েব ১৫ এবং মোহাম্মদ নবী ১৪ রান করেন। ব্ল্যাক ক্যাপসদের হয়ে ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ১৭ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন এছাড়া টিম সাউদি ২টি এবং অ্যাডাম মিলনে, জিমি নিশাম ও ইশ সোধি ১টি করে উইকেট তুলে নেন।

১২৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। দলের পক্ষে কেন উইলিয়ামসন সর্বোচ্চ অপরাজিত ৪০ রান করেন। এছাড়া ডেভন কনওয়ে ৩২ বলে ৩৬ এবং মার্টিন গাপটিল ২৩ বলে ২৮ রান করেন। আফগানিস্তানের হয়ে রশিদ খান ও মুজিব উর রহমান ১টি করে উইকেট তুলে নেন।

টানা ৪র্থ ম্যাচে জয়ী হয়ে সুপার টুয়েলভ এর গ্রুপ-২ এ ৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড এখন পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে। সেই সাথে আগামী ১০ই নভেম্বর তাঁরা ১ম সেমি-ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। অপরদিকে, পরাজিত হয়ে আফগানিস্তান পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

স্কোরবোর্ড:
আফগানিস্তান – ১২৪/৮ (২০.০)
নিউজিল্যান্ড – ১২৫/২ (১৮.১)
ফলাফল – নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ট্রেন্ট বোল্ট


আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ৪১ (পাকিস্তান বনাম স্কটল্যান্ড)

দিনের দ্বিতীয় খেলায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শোয়েব মালিকের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে স্কটল্যান্ডের বিপক্ষে ৭২ রানের এক বড় জয় পেয়েছে পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান।

ম্যান ইন গ্রিনদের পক্ষে বাবর আজম ৫ চার ও ৩ ছক্কায়, ৪৭ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন। এছাড়া ১ চার ও ৬ ছক্কায়, ১৮ বলে অপরাজিত ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শোয়েব মালিক। মোহাম্মদ হাফিজ ১৯ বলে ৩১ রান করে সাজঘরে ফিরেন। স্কটিশদের হয়ে ক্রিস গ্রিভস সর্বাধিক ২টি উইকেট শিকার করেন। এছাড়া হামজা তাহির ও সাফিয়ান শরিফ ১টি করে উইকেট তুলে নেন।

১৯০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানী বোলারদের আগ্রাসী বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রানে থেমে যায় স্কটল্যান্ডের ইনিংস। দলের পক্ষে রিচি বেরিংটন ৩৭ বলে সর্বোচ্চ অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন। জর্জ মানসি ১৭ এবং মাইকেল লিস্ক ১৪ রান করেন। এছাড়া দলের হয়ে আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোর স্পর্শ করতে পারেনি। পাকিস্তানের হয়ে শাদাব খান সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এছাড়া শাহিন আফ্রিদি, হারিস রউফ এবং হাসান আলী ১টি করে উইকেট তুলে নেন।

টানা ৫ম ম্যাচে জয়ী হয়ে সুপার টুয়েলভ এর গ্রুপ-২ এ ১০ পয়েন্ট নিয়ে এখন গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান। সেই সাথে আগামী ১১ই নভেম্বর তাঁরা ২য় সেমি-ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অপরদিকে, টানা ৫ম পরাজয় নিয়ে স্কটল্যান্ড পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

স্কোরবোর্ড:
পাকিস্তান – ১৮৯/৪ (২০.০)
স্কটল্যান্ড – ১১৭/৬ (২০.০)
ফলাফল – পাকিস্তান ৭২ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – শোয়েব মালিক

আইসিসি মেনস বিশ্বকাপ ২০২১ এর সুপার ১২-এ দুর্দান্ত ক্রিকেট অ্যাকশন দেখা যাচ্ছে। ক্রিকেটের আরও খবরের জন্য Baji –র সাথেই থাকুন!

Exit mobile version