বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টের- ১ম দিন গতকাল মাঠে গড়িয়েছে। দিনের খেলাটির আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধটি একটি ঝলক দেখে নিই।
জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ (একমাত্র টেস্ট – ১ম দিন)
মুমিনুল হকের ৭০, লিটন দাসের ৯৫ আর মাহমুদউল্লাহর ৫৪ রানের ওপর ভর করে প্রথম দিন শেষে ৮৩ ওভার খেলে ৮ ইউকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। দিন শেষে ১৪১ বল খেলে ৫৪ রানে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ। তার সঙ্গে অপরাজিত আছেন তাসকিন আহমেদ (১৩)।
টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় টাইগাররা। পেসার ব্লেসিং মুজারাবানির বলে শূন্য রানে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার সাইফ হাসান। সুবিধা করতে পারেননি তিন নাম্বারে নামা নাজমুল হোসেন শান্তও। পঞ্চম ওভারে মুজারাবানির দ্বিতীয় শিকারে পরিণত হন শান্ত। ব্যক্তিগত ২ রানে তৃতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। ৬৪ বলে ২৩ রান করে সাজঘরে ফিরেছেন আর এক ব্যাটসম্যান সাদমান ইসলাম।
এরপর মুজারাবানির বলে এলবিডাব্লিউর শিকার হয়ে সাজঘরে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম (১১)। ৫ বল খেলে ৩ রান করে নিজের মূল্যবান উইকেট বিলিয়ে দিয়েছেন সাকিবও। ভিক্টর নিয়াউচির বলে রেজিস চাকাভার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।
এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান আউট হওয়ার আগেই অবশ্য হাফসেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মুমিনুল। ইনিংসের ২৭তম ওভারে মুজারবানিকে স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের ১৪তম ফিফটি পূরণ করেন টাইগার দলপতি। এদিকে, সেঞ্চুরির আশা দেখালেও ৯২ বলে ৭০ রান করে নিয়াউচির বলে ডিওন মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক মুমিনুল হক।
এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ আর লিটন দাস। সপ্তম উইকেটে দুজন মিলে গড়ে তোলেন ১৩৮ রানের বড় জুটি। হাফ সেঞ্চুরি তুলে নিলেও শত রান করতে পারেননি লিটন। ১৩ বাউন্ডারিতে, ১৪৭ বলে ৯৫ রান করে ডোনাল্ড তিরিপানোর বলে নিয়াউচির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি। এরপর উইকেটে এসে তিরিপানোর বলে এলবিডাব্লিউ হয়ে প্রথম বলেই সাজঘরে ফিরে যান মেহেদী হাসান মিরাজ (০)। তবে, তাসকিন ঠেকিয়ে দেন তিরিপানোর হ্যাটট্রিক বল।
নিজের ৫০তম টেস্টে মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৫৪ রানে। লোয়ার অর্ডারদের নিয়ে মাহমুদউল্লাহ দ্বিতীয় দিন কতটা লড়াই করতে পারেন, তার ওপরই নির্ভর করছে টাইগারদের পুঁজিটা কোথায় গিয়ে ঠেকবে। আলোক স্বল্পতার কারণে ৭ ওভার আগে খেলা শেষ হয়।
স্কোরবোর্ড:
বাংলাদেশ (১ম ইনিংস) – ২৯৪/৮ (৮৩.০)
বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে লাল-বলের ক্রিকেট লড়াই শুরু হয়েছে। সিরিজটি সম্পর্কে আরও জানতে Baji –র সাথেই থাকুন!