BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৭ জানুয়ারি: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (৪র্থ টেস্ট – ৩য় দিন)

অ্যাশেজ ২০২১/২২ এর চতুর্থ টেস্টের তৃতীয় দিন গতকাল মাঠে গড়িয়েছে। 

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (৪র্থ টেস্ট – ৩য় দিন)

দ্বিতীয় দিন শেষে কোন উইকেট না হারিয়ে ১৩ রান সংগ্রহ করা ইংল্যান্ড ক্রিকেট দল, ক্রিজে থাকা জ্যাক ক্রলি (২) ও হাসিব হামিদকে (২) নিয়ে তৃতীয় দিন সকালে মাঠে নামে। এই টেস্টে প্রতিদিনই বাগড়া দিচ্ছে বৃষ্টি। তৃতীয় দিনেও তার ব্যতিক্রম হয়নি, খেলা হয়েছে ৬৫ ওভার। দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। 

দিনের শুরুতে ৩৯ বলে ৩ রান করা হামিদকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন মিচেল স্টার্ক। এরপর ৫৫ বলে ব্যক্তিগত ১৮ রান করে অভিষিক্ত স্কট বোল্যান্ডের বলে বোল্ড হন ক্রলিও। ইংল্যান্ডের বিপর্যয় আরও ঘণীভূত হয় যখন বোল্যান্ড শূন্য রানে ইংলিশ অধিনায়ক জো রুটকে সাজঘরে পাঠান। পরের ওভারে ডেভিড মালানকে (৩) তুলে নেন ক্যামেরুন গ্রিন। ফলে লাঞ্চ বিরতিতে যাওয়ার পূর্বে ইংলিশদের স্কোর দাঁড়ায় ৪ উইকেট ৩৬ রান।

তবে বিরতির পর দ্বিতীয় সেশনে কোন উইকেট না হারিয়ে, পঞ্চম উইকেটে জনি বেয়ারস্টো এবং বেন স্টোকসের ১২৮ রানের জুটিতে ম্যাচে ফিরে সফরকারীরা। কিন্তু তৃতীয় সেশনে তাদের এই জুটি ভাঙ্গে স্পিনার নাথান লায়ন। ৯ চার ও ১ ছক্কায়, ৯১ বলে ৬৬ রান করে প্যাভিলিয়নে ফিরেন ইংলিশ অলরাউন্ডার স্টোকস।

এরপর প্যাট কামিন্সের শিকার হয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন আরও এক ইংলিশ ব্যাটার জস বাটলার। ১৭৩ রানে উইকেট হারিয়ে তখন ফলোঅনের শঙ্কায় সফরকারীরা। তবে মার্ক উডের ঝড়ো ব্যাটিংয়ে সেই শঙ্কা উড়িয়ে দেয় তাঁরা। অষ্টম উইকেটে ৭২ বলে ৭২ রানের জুটি গড়েন বেয়ারস্টো-উড। মারমুখী উডকে (৪২ বলে ৪১) বাউন্সারে পরাস্ত করে অবশেষে সাজঘরে ফেরান কামিন্স।

তবে দিনশেষে ১৪০ বল খেলে ১০৩ রানে অপরাজিত আছেন জনি বেয়ারস্টো। ১৩৮ বলে ৮ চার ৩ ছক্কায় তিনি ক্যারিয়ারের সাত নম্বর সেঞ্চুরি তুলে নেন। উইকেটে তাঁর সঙ্গী হিসেবে ৪ রানে অপরাজিত আছে জ্যাক লিচ।

স্বাগতিক অস্ট্রেলিয়ার থেকে এখনও ১৫৮ রানে পিছিয়ে রয়েছে সফরকারী দল ইংল্যান্ড। ৩-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টেও বেশ ভালো অবস্থানে রয়েছে।

স্কোরবোর্ড

অস্ট্রেলিয়া (১ম ইনিংস) – ৪১৬/৮ (ডি) (১৩৪.০)

ইংল্যান্ড (১ম ইনিংস) – ২৫৮/৭ (৭০.০)

 

ট্রফি নিশ্চিত করার পর, অ্যাশেজে অসিরা এখনও আধিপত্য বিস্তার করছে, এবং ইংল্যান্ড এখনও ফিরে আসতে চাইছে। অ্যাশেজ সম্পর্কে আরও আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version