BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৭ই অক্টোবর: আইপিএল ২০২১ (ম্যাচ ৫৩ এবং ৫৪)

আইপিএল ২০২১ এর ৫৩তম ম্যাচটি চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংসের মধ্যে এবং আইপিএল ২০২১ এর ৫৪তম ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে গতকাল মাঠে গড়িয়েছে। মাচগুলোর উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।

আইপিএল ২০২১ – ম্যাচ ৫৩ (চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস)

আইপিএল ২০২১ এর ৫৩তম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কেএল রাহুল এর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে সিএসকে। 

সিএসকে এর হয়ে ৮ চার ও ২ ছক্কায়, ৫৫ বলে সর্বোচ্চ ৭৬ রান করেন ফাফ ডু প্লেসি। রবীন্দ্র জাদেজা ১৫ রান করেন এবং ঋতুরাজ গায়কোয়াড় ও এমএস ধোনি উভয়ই ১২ রানের দুটি ইনিংস খেলেন। এছাড়া সিএসকে এর হয়ে আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোর স্পর্শ করতে পারেনি। পিবিকেএস এর হয়ে ক্রিস জর্ডান ও অর্শদীপ সিং সর্বাধিক ২টি করে উইকেট শিকার করেন।

১৩৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে পিবিকেএস এর ওপেনার কেএল রাহুল। ৭ চার ও ৮ ছক্কায়, ৪২ বলে অপরাজিত ৯৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক রাহুল। তাঁর এই ইনিংসের সুবাদে ৪ উইকেট হারিয়ে ১৩ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় পিবিকেএস। সিএসকে এর হয়ে শার্দুল ঠাকুর সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন। 

এই ম্যাচে জয়ী হয়েও ১৪ ম্যাচে ৬ জয় নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল পিবিকেএস। তাঁরা বর্তমানে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে রয়েছে। অপরদিকে, ১৪ ম্যাচে ৯ জয় নিয়ে সিএসকে এখনও পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড:
চেন্নাই সুপার কিংস – ১৩৪/৬ (২০.০)
পাঞ্জাব কিংস – ১৩৯/৪ (১৩.০)
ফলাফল – পাঞ্জাব কিংস ৬ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – কেএল রাহুল


আইপিএল ২০২১ – ম্যাচ ৫৪ (কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস)

আইপিএল ২০২১ এর ৫৪তম ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৮৬ রানের এক বিশাল জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রানের বড় স্কোর সংগ্রহ করে কেকেআর।

কেকেআর এর হয়ে শুবমান গিল ৪৪ বলে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন। এছাড়া ভেঙ্কটেশ আয়ার ৩৮ রান এবং রাহুল ত্রিপাঠি ২১ রান করেন। আরআর এর হয়ে চেতন সাকারিয়া, ক্রিস মরিস, রাহুল তেওয়াতিয়া এবং গ্লেন ফিলিপস প্রত্যেকে ১টি করে উইকেট তুলে নেন।

১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর এর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আরআর। ৯ ওভারে মাত্র ৩৫ রান তুলতে ৭ উইকেট হারিয়ে ফেলে তাঁরা। সেখান থেকে দলকে একাই টেনে তোলার চেষ্টা করেন রাহুল তেওয়াতিয়া। তিনিই দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ বলে ৪৪ রান করেন। 

কিন্তু কেকেআর এর বোলারদের বোলিং তোপে শেষ পর্যন্ত ম্যাচের ৩.৫ ওভার বাকি থাকতেই ৮৫ রানে অল-আউট হয়ে যায় আরআর। কেকেআর এর হয়ে শিভাম মাভি সর্বোচ্চ ৪টি এবং লকি ফার্গুসন ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া বরুণ চক্রবর্তী ও সাকিব আল হাসান ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে ১৪ ম্যাচে ৭ জয় নিয়ে প্লে অফের দৌড়ে একধাপ এগিয়ে রইল কেকেআর। তাঁরা বর্তমানে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে রয়েছে। অপরদিকে, ১৪ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৭ম স্থানে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিল আরআর।

স্কোরবোর্ড:
কলকাতা নাইট রাইডার্স – ১৭১/৪ (২০.০)
রাজস্থান রয়্যালস – ৮৫/১০ (১৬.১)
ফলাফল – কলকাতা নাইট রাইডার্স ৮৬ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – শিভাম মাভি

আইপিএলের ১৪তম আসরে ব্যাট এবং বলের উত্তেজনাপূর্ণ অ্যাকশন দেখা যাচ্ছে। এর সকল আকর্ষণীয় আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন! 

Exit mobile version