BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৬ সেপ্টেম্বর: ইংল্যান্ড বনাম ভারত (ডব্লিউটিসি, ৪র্থ টেস্ট – ৫ম দিন)

ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার চতুর্থ টেস্টের ৫ম দিনের খেলা গতকাল মাঠে গড়িয়েছে। এর উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানতে নিবন্ধনটি এক ঝলক দেখে নিন।

ইংল্যান্ড বনাম ভারত (৪র্থ টেস্ট – ৫ম দিন)

৩৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৭৭ রান সংগ্রহকারী ইংল্যান্ড, ক্রিজে থাকা ররি বার্নস এবং হাসিব হামিদকে নিয়ে পঞ্চম দিন সকালে মাঠে নামেন। দিনের শুরুতেই ইংল্যান্ডের ১০০ রানের উদ্ধোধনী জুটি ভাঙেন শার্দুল ঠাকুর। ৫০ রান করে সাজঘরে ফিরেন ররি বার্নস। অপর ওপেনার হাসিব হামিদ ১৯৩ বলে ৬৩ রান করেন।  

কিন্তু এরপর ইংলিশ ক্যাম্পে আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেননি। ডেভিড মালান করেন ৫ রান। চারে নামা অধিনায়ক জো রুট ৭৮ বলে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন। ইংল্যান্ডের দলীয় ১৮২ রানে ৭ম ব্যাটসম্যান হিসেবে রুটকে আউট করেই যেন আনন্দে মেতে ওঠে ভারতীয় ক্যাম্প। এছাড়া ওলি পোপ ২, জনি বেয়ারস্টো ০, মঈন আলী ০, ক্রিস ওকস ১৮ রানে আউট হয়ে যান।  

বল হাতে ভারত দলের প্রায় সবাই ভালো করেছেন। ৩ উইকেট  নিয়ে ইংলিশদের লেজটা কেটে দিয়েছেন উমেশ যাদব। ২টি করে উইকেট নিয়েছেন দুই পেসার জসপ্রিত বুমরাহ এবং শার্দুল ঠাকুর আর স্পিনার রবীন্দ্র জাদেজা। যার ফলে ২১০ রানেই অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। ভারত পেয়েছে ১৫৭ রানের বিশাল জয়। এই জয় এখন পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। 

স্কোরবোর্ড:
ভারত (১ম ইনিংস) – ১৯১/১০ (৬১.৩)
ইংল্যান্ড (১ম ইনিংস) – ২৯০/১০ (৮৪.০)
ভারত (২য় ইনিংস) – ৪৬৬/১০ (১৪৮.২)
ইংল্যান্ড (২য় ইনিংস) – ২১০/১০ (৯২.২)
ফলাফল – ভারত ১৫৭ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – রোহিত শর্মা

ইংল্যান্ডের কন্ডিশনে ভারত এখন পর্যন্ত ভালো করছে। ভারত-ইংল্যান্ড সিরিজের আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন!  

Exit mobile version