BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৬ মার্চ: ভারত বনাম শ্রীলঙ্কা (১ম টেস্ট – ৩য় দিন), পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (১ম টেস্ট – ৩য় দিন)

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ১ম টেস্টের ৩য় দিন এবং পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে ১ম টেস্টের ৩য় দিন গতকাল মাঠে গড়িয়েছে। দিনের ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।

ভারত বনাম শ্রীলঙ্কা (প্রথম টেস্ট – ৩য় দিন)

মোহালি টেস্টে রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে শ্রীলঙ্কাকে মাত্র তিন দিনের মধ্যে ইনিংস এবং ২২২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল ভারত। প্রথম ইনিংসে সেঞ্চুরির পাশাপাশি বল হাতে দুই ইনিংসে ৯ উইকেট তুলে নিয়েছেন জাদেজা।

ভারতের করা ৫৭৪ রানের জবাবে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১০৮ রান। সেখান থেকে তৃতীয় দিন সকালে শ্রীলঙ্কা অলআউট হয়েছে ১৭৪ রানে। আগেরদিন অপরাজিত থাকা ব্যাটার পাথুম নিসাঙ্কা শেষ পর্যন্ত ১৩৩ বলে ৬১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। চরিথ আসালাঙ্কা করেছিলেন ২৯ রান। শেষ দিকে টানা চারজন ব্যাটার শূন্য রানে সাজঘরে ফিরে গেছেন।

প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ১৩ ওভারে ৪১ রান দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন। এছাড়া রবিচন্দ্র অশ্বিন ও যশপ্রীত বুমরাহ ২টি এবং মোহাম্মদ শামি ১টি করে উইকেট তুলে নেন। ১৭৪ রানে অলআউট হওয়ার পর স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কাকে ফলোঅনে পড়তে হয়। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে নেমে লিড দেয়া তো দুরে থাক, ৪০০ রানের বিশাল পাহাড় সমান রান টপকে যাওয়া অসম্ভব ছিল শ্রীলঙ্কার সামনে।

প্রথম ইনিংসে ৬১ রানে অপরাজিত থাকা পাথুম নিসাঙ্কা দ্বিতীয় ইনিংসে আউট হলেন কেবল ৬ রান করে। ওপনার লাহিরু থিরিমানে শূন্য রানে আউট হওয়ার পরই তাসের ঘরের মত ভেঙে পড়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ ৫১ রানে অপরাজিত থাকেন নিরোশান ডিকভেলা। ৩০ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা, ২৮ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুস এবং ২৭ রান করেন অধিনায়ক দিমুথ করুণারত্নে।

শেষ পর্যন্ত ২য় ইনিংসে ১৭৮ রানে গুটিয়ে যায় সফরকারী শ্রীলঙ্কা। ভারতের হয়ে জাদেজা এবং অশ্বিন সর্বোচ্চ ৪টি করে উইকেট শিকার করেন। এছাড়া শেষ ২টি উইকেট পেসার মোহাম্মদ শামি তুলে নেন।

স্কোরবোর্ড:
ভারত (১ম ইনিংস) – ৫৭৪/৮ (ডি) (১২৯.২)
শ্রীলঙ্কা (১ম ইনিংস) – ১৭৪/১০ (৬৫.০)
শ্রীলঙ্কা (২য় ইনিংস) – ১৭৮/১০ (৬০.০)
ফলাফল – ভারত ইনিংস এবং ২২২ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – রবীন্দ্র জাদেজা


পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (প্রথম টেস্ট – ৩য় দিন)

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের করা ৪৭৬ রানের জবাব দিতে নেমে বেশ ভালো অবস্থানেই রয়েছে অস্ট্রেলিয়া। দুই ওপেনার উসমান খাজা এবং ডেভিড ওয়ার্নার মিলে গড়েছেন ১৫৬ রানের বিশাল জুটি। তবে খাজার ইনিংসের শেষটা হয়েছে আক্ষেপে। কেননা মাত্র তিন রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি তিনি।

সাজিদ খানের বলে বোল্ড হয়ে ১১৪ বল খেলে ৬৮ রান করে সাজঘরে ফিরেন ওয়ার্নার। এরপর ১৫৯ বলে ৯৭ রানের ইনিংস খেলে নৌমান আলীর বলে ইমাম-উল হকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান আর এক ওপেনার উসমান খাজা।

ম্যাচের তৃতীয় দিনে ৭২ ওভার বল করে অস্ট্রেলিয়ার মাত্র দুটি উইকেট শিকার করতে পেরেছে পাকিস্তান। আলোর স্বল্পতার কারণে আজও ২৮ ওভার আগে খেলা শেষ হয়ে যায়।

তৃতীয় দিন শেষে তাই অস্ট্রেলিয়ার রান দাঁড়িয়েছে ৭৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭১। ১১৭ বল খেলে ৬৯ রানে অপরাজিত রয়েছেন মারনাস লাবুশেন এবং ৫৫ বলে ২৪ রানে উইকেটে রয়েছেন স্টিভেন স্মিথ। পাকিস্তানের চেয়ে এখনও ২০৫ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

স্কোরবোর্ড:
পাকিস্তান (১ম ইনিংস) – ৪৭৬/৪ (ডি) (১৬২.০)
অস্ট্রেলিয়া (১ম ইনিংস) – ২৭১/২ (৭৩.০)

Exit mobile version