BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৬ আগস্ট: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (৩য় টি২০), ইংল্যান্ড বনাম ভারত (প্রথম টেস্ট – ৩য় দিন)

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যেকার ৫ ম্যাচ সিরিজের ৩য় টি-টোয়েন্টি এবং ইংল্যান্ড ও ভারতের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিন গতকাল মাঠে গড়িয়েছে। আসুন ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধনটি এক ঝলক দেখে নিই।

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (৩য় – টি২০)

শুক্রবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের সবচেয়ে কম রান ডিফেন্ড করে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। সেইসাথে প্রথমবারের মত অসিদের বিপক্ষে যে কোনো ফরমেটে সিরিজ জয়ের গৌরব অর্জন করল টাগাররা।

টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভার শেষে মাত্র ২৮ রান তুলতে পারে তারা। অসিদের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মাঝে থাকলেও উইকেটের এক প্রান্ত আগলে ধরে রাখেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। তার ৫৩ বলে ৫২ রানের ধৈর্যশীল ইনিংসের সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে পারে বাংলাদেশ।

ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে টানা তিন উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেন অসি পেসার নাথান এলিস (৩-৩৪, ৪ ওভার)। এছাড়া সফরকারীদের পক্ষে জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট তুলে নেন।

১২৮ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। তখনও তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪২ বলে ৫৯ রান এবং হাতে ছিল ৯ উইকেট! কিন্তু স্বাগতিকদের অনবদ্য বোলিংয়ে নিশ্চিত জয়ের ম্যাচ থেকে ছিটকে পড়ে অসিরা। শেষ পর্যন্ত সাকিব, মোস্তাফিজ, নাসুম ও শরিফুলদের দুর্দান্ত বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৭ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস।

অসিদের পক্ষে ৪৭ বলে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন মিচেল মার্শ। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ২টি এবং সাকিব ও নাসুম ১টি করে উইকেট শিকার করেন। এছাড়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান একটি দুর্দান্ত স্পেল করেন (০-৯, ৪ ওভার)। আজ সিরিজের চতুর্থ ম্যাচে একই সময় একই ভেন্যুতে মুখোমুখি হবে এই দুই দল।

স্কোরবোর্ড:
বাংলাদেশ – ১২৭/৯ (২০.০)
অস্ট্রেলিয়া – ১১৭/৪ (২০.০)
ফলাফল – বাংলাদেশ ১০ রানে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – মাহমুদউল্লাহ


ইংল্যান্ড বনাম ভারত (প্রথম টেস্ট – ৩য় দিন)

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে ভারত করেছিল ৪ উইকেটে ১২৫ রান। তৃতীয় দিন শুক্রবার এর সঙ্গে আরও ১৫৩ রান যোগ করেছে তারা। যার বড় কৃতিত্ব নিচের সারির ব্যাটসম্যানদের। আগের দিন ৫৭ রানে অপরাজিত থাকা কেএল রাহুল এদিন প্যাভিলিয়নে ফিরে গেছেন ৮৪ রান করে।

এরপর ফিফটি তুলে নেন রবীন্দ্র জাদেজা। তার ব্যাট থেকে আসে ৫৬ রানের ইনিংস। এছাড়া ঋষভ পন্তের ২৫, জাসপ্রিত বুমরাহ ২৮ ও মোহাম্মদ শামি ১৩ রান করলে ভারত পায় ৯৫ রানের লিড। ইংল্যান্ডের পক্ষে ৮৬ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন ওলি রবিনসন। অ্যান্ডারসনের শিকার ৫৪ রানে ৪ উইকেট।

দিনের শেষ ভাগে খেলতে নেমে বিপদ ঘটতে দেননি ইংল্যান্ডের দুই ওপেনার ররি বার্নস ও ডম সিবলি। বার্নস ১১ ও সিবলি ৯ রানে অপরাজিত রয়েছেন।

স্কোরবোর্ড:
ইংল্যান্ড (১ম ইনিংস) – ১৮৩/১০ (৬৫.৪)
ভারত (১ম ইনিংস) – ২৭৮/১০ (৮৪.৫)
ইংল্যান্ড (২য় ইনিংস) – ২৫/০ (১১.১)

বিশ্বজুড়ে সব জমজমাট ক্রিকেট ম্যাচগুলো চলছে। তাদের সম্পর্কে আরও খবর জানতে Baji –র সাথেই থাকুন!

Exit mobile version