BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৫ নভেম্বর: আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ (ম্যাচ ৩৬ এবং ৩৭)

নিউজিল্যান্ড ও নামিবিয়ার মধ্যে আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ৩৬ তম ম্যাচ এবং ভারত বনাম স্কটল্যান্ডের মধ্যে আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ৩৭ তম ম্যাচটি গতকাল মাঠে গড়িয়েছে। 

আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ৩৬ (নিউজিল্যান্ড বনাম নামিবিয়া)

আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ ২০২১ এর ৩৬তম ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জিমি নিশামের অল-রাউন্ড নৈপুণ্যে নামিবিয়ার বিপক্ষে ৫২ রানের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

কিউইদের পক্ষে গ্লেন ফিলিপস ১ চার ও ৩ ছক্কায়, ২১ বলে অপরাজিত ৩৯ রান এবং জিমি নিশাম ১ চার ও ২ ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন ২৫ বলে ২৮ রান করেন। নামিবিয়ার হয়ে বার্নার্ড শোল্টজ, গেরহার্ড এরাসমাস এবং ডেভিড ভিসা প্রত্যেকে ১টি করে উইকেট তুলে নেন।

১৬৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে কিউই বোলারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রানে থেমে যায় নামিবিয়ার ইনিংস। দলের পক্ষে মাইকেল ভ্যান লিঙ্গেন সর্বোচ্চ ২৫ রান করেন। এছাড়া জেন গ্রিন ২৩ রান এবং স্টিফেন বারার্ড ২১ রানের দুটি ইনিংস খেলেন। ব্ল্যাক ক্যাপসদের হয়ে টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এছাড়া মিচেল স্যান্টনার, জিমি নিশাম ও ইশ সোধি ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে সুপার টুয়েলভ এ টানা ৩য় জয় নিয়ে গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। অপরদিকে, টানা ৩য় পরাজয় নিয়ে নামিবিয়া পয়েন্ট টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড

নিউজিল্যান্ড – ১৬৩/৪ (২০.০)

নামিবিয়া – ১১১/৭ (২০.০)

ফলাফল – নিউজিল্যান্ড ৫২ রানে জয়ী   

প্লেয়ার অফ দ্য ম্যাচ – জিমি নিশাম


আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ ২০২১ – ম্যাচ ৩৭ (ভারত বনাম স্কটল্যান্ড)

দিনের দ্বিতীয় খেলায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ৮১ বল হাতে রেখে ৮ উইকেটের এক বিশাল জয় তুলে নিয়েছে ভারত। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের আগ্রাসী বোলিংয়ে ১৭.৪ ওভারে মাত্র ৮৫ রান তুলতেই অল-আউট হয়ে যায় স্কটল্যান্ড। 

স্কটিশদের পক্ষে জর্জ মানসি ১৯ বলে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন। এছাড়া মাইকেল লিস্ক ২১ এবং ক্যালাম ম্যাকলাউড ১৬ রান করেন। ম্যান ইন ব্লুদের হয়ে রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া যশপ্রীত বুমরাহ ২টি এবং রবিচন্দ্রন অশ্বিন ১টি করে উইকেট তুলে নেন।

৮৬ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের পক্ষে ৬চার ও ৩ ছক্কায়, ১৯ বলে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন কেএল রাহুল। এছাড়া রোহিত শর্মা ১৬ বলে ৩০ রান করেন। স্কটল্যান্ডের হয়ে মার্ক ওয়াট এবং ব্র্যাড হুইল ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে সুপার টুয়েলভ এ গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের ৩য় স্থানে উঠে এসেছে ভারত। অপরদিকে, টানা ৪র্থ পরাজয় নিয়ে স্কটল্যান্ড পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।

স্কোরবোর্ড

স্কটল্যান্ড – ৮৫/১০ (১৭.৪)

ভারত – ৮৯/২ (৬.৩)

ফলাফল – ভারত ৮ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – রবীন্দ্র জাদেজা

 

আইসিসি মেনস বিশ্বকাপ ২০২১ এর সুপার ১২-এ দুর্দান্ত ক্রিকেট অ্যাকশন দেখা যাচ্ছে। ক্রিকেটের আরও খবরের জন্য Baji –র সাথেই থাকুন!

Exit mobile version