Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ০৫ই জানুয়ারি: বিবিএল ২০২১/২২ (ম্যাচ ৩৫), নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (১ম টেস্ট – ৫ম দিন), দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (২য় টেস্ট – ৩য় দিন)

অ্যাডিলেড স্ট্রাইকার্স ও হোবার্ট হারিকেনসের মধ্যকার বিবিএল ২০২১/২২ এর ৩৫তম ম্যাচ, নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ১ম টেস্টের ৫ম দিন এবং দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যেকার ২য় টেস্টের ৩য় দিনের খেলা গতকাল মাঠে গড়িয়েছে। দিনের ম্যাচগুলোর উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো উপলব্ধি করতে পড়া চালিয়ে যান। 

বিবিএল ২০২১/২২ – ম্যাচ ৩৫ (অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম হোবার্ট হারিকেনস)

বিবিএল ২০২১/২২ এর ৩৫তম ম্যাচে অ্যাডিলেড ওভালে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ২৯ বল হাতে রেখে ৭ উইকেটের এক বিশাল জয় পেয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে স্ট্রাইকার্সের বোলারদের বোলিং তোপে ১৯.৫ ওভারে ১২৬ রান তুলতেই অল-আউট হয়ে যায় হারিকেনস। 

হারিকেনসের হয়ে ডি’আর্সি শর্ট ৩২ বলে সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া টিম ডেভিড ১৮ বলে ২৮ এবং মিচেল ওয়েন ১০ বলে ১৬ রানের দুটি ইনিংস খেলেন। স্ট্রাইকার্সের হয়ে পেসার পিটার সিডল সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন। এছাড়া রশিদ খান ২টি এবং হ্যারি কনওয়ে ও ম্যাথু শর্ট ১টি করে উইকেট তুলে নেন।

১২৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। দলের পক্ষে ৪ চার ও ৫ ছক্কায়, ৪৪ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ম্যাথু শর্ট। এছাড়া ম্যাট রেনশ ১৯ এবং হেনরি হান্ট ১৮ রান করেন। হারিকেনসের হয়ে সন্দীপ লামিচানে সর্বাধিক ২টি এবং ডি’আর্সি শর্ট ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। অপরদিকে পরাজিত হয়ে হোবার্ট হারিকেনস এখন পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড:
হোবার্ট হারিকেনস – ১২৬/১০ (১৯.৫)
অ্যাডিলেড স্ট্রাইকার্স – ১২৯/৩ (১৫.১)
ফলাফল – অ্যাডিলেড স্ট্রাইকার্স ৭ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ম্যাথু শর্ট


নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (১ম টেস্ট – ৫ম দিন)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই হারিয়ে টেস্টে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের শেষ দিনে ৮ উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা।

৫ উইকেটে ১৪৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ব্ল্যাক ক্যাপসরা। তবে পেসার এবাদত হোসেন এবং তাসকিন আহমেদের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে যায় কিউইরা। ফলে প্রথম ইনিংসে ১৩০ রান লিড নেওয়া বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০ রান। সফরকারীদের পক্ষে ২১ ওভারে ৪৬ রান দিয়ে সর্বোচ্চ ৬টি উইকেট শিকার করেন এবাদত হোসেন। এছাড়া তাসকিন আহমেদ তিনটি এবং মেহেদী হাসান ১টি করে উইকেট তুলে নেন।

স্বাগতিকদের দেওয়া ৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এটিই প্রথম জয় টাইগারদের। মমিনুল হক ১৩ ও মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া নাজমুল হাসান শান্ত ১৭ ও শাদমান ইসলাম ৩ রান করে সাজঘরে ফিরেন।

প্রথম ইনিংসে এক উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশী পেসার এবাদত হোসেন। সেই সাথে এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

স্কোরবোর্ড:
নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ৩২৮/১০ (১০৮.১)
বাংলাদেশ (১ম ইনিংস) – ৪৫৮/১০ (১৭৬.২)
নিউজিল্যান্ড (২য় ইনিংস) – ১৬৯/১০ (৭৩.৪)
বাংলাদেশ (২য় ইনিংস) – ৪২/২ (১৬.৫)
ফলাফল – বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – এবাদত হোসেন


 দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (২য় টেস্ট – ৩য় দিন)

জোহানেসবার্গ টেস্টে ভারতের দেওয়া ২৪০ রান তাড়া করতে নেমে ২ উইকেটে ১১৮ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের জয়ের জন্য প্রয়োজন আরো ১২২ রান। আর ভারতের প্রয়োজন ৮ উইকেট।

২ উইকেটে ৮৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। তৃতীয় উইকেটে অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা ১১১ রানের জুটি গড়ে তোলেন। কিন্তু রাহানে ৫৮ ও পুজারা ৫৩ রান করে সাজঘরে ফিরে গেলে তাসের ঘরের মত ভেঙে পড়ে সফরকারীরা। শেষ দিকে হানুমা বিহারির অপরাজিত ৪০ ও শার্দুল ঠাকুরের ২৮ রানের ইনিংসে সৌজন্যে ভারত ২৬৬ রান তুলতে সমর্থ হয়।

প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও মার্কো ইয়ানসেন সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া ডুয়ান অলিভিয়ের ১টি উইকেট তুলে নেন। 

২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকদের জয়ের স্বপ্ন দেখাচ্ছে অধিনায়ক ডিন এলগার। ১২১ বলে ৪৬ রান করে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে ৩৭ বলে ১১ রান করে উইকেটে আছেন র‍্যাসি ভ্যান ডের ডুসেন। এর আগে শার্দুল ঠাকুরের বলে এলবিডব্লিউ হয়ে ৩৮ বলে ৩১ রান করে সাজঘরে ফিরেন এইডেন মার্করাম। এছাড়া রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন কিগান পিটারসেন (২৮)।

স্কোরবোর্ড:
ভারত (১ম ইনিংস) – ২০২/১০ (৬৩.১)
দক্ষিণ আফ্রিকা (১ম ইনিংস) – ২২৯/১০ (৭৯.৪)
ভারত (২য় ইনিংস) – ২৬৬/১০ (৬০.১)
দক্ষিণ আফ্রিকা (১ম ইনিংস) – ১১৮/২ (৪০.০)

আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক উভয় ক্রিকেটেই দুর্দান্ত ক্রিকেট খেলা মাঠে গড়াচ্ছে। তাদের আপডেট পেতে, Baji –র সাথেই থাকুন!

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...