ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ১ম টেস্টের ১ম দিন এবং পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে ১ম টেস্টের ১ম দিন গতকাল মাঠে গড়িয়েছে। দিনের ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান।
ভারত বনাম শ্রীলঙ্কা (প্রথম টেস্ট – ১ম দিন)
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে মোহালিতে দুই ম্যাচের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ছয় উইকেট হারিয়ে ৩৫৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক ভারত। রবীন্দ্র জাদেজা ৪৫ ও রবীচন্দ্রন অশ্বিন ১০ রানে অপরাজিত রয়েছেন। তবে টেস্ট ক্যারিয়ারের এই শততম ম্যাচে বিরাট কোহলি ৪৫ রানে আউট হয়েছেন।
টস জিতে ব্যাটিং করতে নেমে ওপেনিংয়ে ৫২ রানের জুটি গড়ে তোলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগারওয়াল। রোহিতকে (২৯) সাজঘরে ফিরিয়ে ৫২ রানের জুটিটি ভাঙেন লাহিরু কুমারা। এরপর লাসিথ এম্বুলদেনিয়ার বলে এলবিডব্লিউ হন আগারওয়াল (৩৩)। তৃতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন বিরাট কোহলি আর হানুমা বিহারি। হাফসেঞ্চুরির দোরগোড়ায় থাকা কোহলিকে (৪৫) বোল্ড করেন এম্বুলদেনিয়া।
তিন ওভারের মাথায় প্যাভিলিয়নে ফিরেন বিহারিও (৫৮)। এরপর শ্রেয়াস আইয়ার (২৭) সাজঘরে ফিরলে ২২৮ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ভারত। সেখান থেকে ষষ্ঠ উইকেটে ঋষভ পন্ত এবং রবীন্দ্র জাদেজার ১০৪ রানের জুটিতে আবারও ম্যাচে ফিরে স্বাগতিকরা। উইকেট রক্ষক ব্যাটার পন্ত ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে এগিয়ে যেতে থাকেন।
কিন্তু সুরাঙ্গা লাকমলের দারুণ এক ডেলিভারি ডিফেন্ড করেও উইকেট বাঁচাতে পারেননি পন্ত। ৯ চার এবং ৪ ছক্কায়, ৯৭ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন তিনি। শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট নেন এম্বুলদেনিয়া। একটি করে উইকেট শিকার করেন লাকমাল, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও ধনঞ্জয়া ডি সিলভা।
স্কোরবোর্ড:
ভারত (১ম ইনিংস) – ৩৫৭/৬ (৮৫.০)
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (প্রথম টেস্ট – ১ম দিন)
ঘরের মাঠে প্রায় ২৪ বছর পর গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল পাকিস্তান। তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনই অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। তার সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৯০ ওভারে ১ উইকেটে ২৪৫ রান করেছে পাকিস্তান। ১৩২ রানে অপরাজিত আছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পাওয়া ইমাম।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলকে দারুন সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম। দুজনে ৩৪ ওভারে ১০৫ রানের জুটি গড়ে তুলেন। তবে মধ্যাহ্ন-বিরতির আগ মুহূর্তে শফিককে (৪৪) সাজঘরে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাথান লায়ন। ওপেনিং সতীর্থকে হারানোর পর আজহার আলিকে নিয়ে দলের রানের চাকা ঘুড়িয়েছেন ইমাম।
দুজনের দৃঢ়তায় চা-বিরতির আগ পর্যন্ত ১৭১ রান সংগ্রহ করে পাকিস্তান। ৬৬তম ওভারে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের তৃতীয় ডেলিভারিটি কভার দিয়ে বাউন্ডারি মেরে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ইমাম। ১২তম ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পেতে ইমামকে ২০০ বল খেলতে হয়েছে। দিনশেষে তিনি ১৫টি চার ও ২টি ছক্কায়, ২৭১ বলে ১৩২ রান করে অপরাজিত আছেন। আর ১৬৫ বল খেলে ৬৪ রানে অপরাজিত আছেন আজহার।
স্কোরবোর্ড:
পাকিস্তান (১ম ইনিংস) – ২৪৫/১ (৯০.০)