বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচ সিরিজের ২য় টি-20I এবং ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ১ম টেস্টের প্রথম দিন গতকাল মাঠে গড়িয়েছে। আসুন ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধনটি এক ঝলক দেখে নিই।
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (২য় – টি20I)
বুধবার সন্ধ্যায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুই তরুণ আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের দারুণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন আফিফ হোসেন।
টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে টাইগারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান তুলতে পারে অসিরা। শুরু থেকেই চাপে ছিল সফরকারীরা। পাওয়ার প্লের ৬ ওভারে ৩২ রান তুলতে ২ উইকেট হারায় তারা। পরে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে স্কোর আর বাড়াতে পারেনি অস্ট্রেলিয়া। গত ম্যাচের ন্যায় এই ম্যাচেও অসিদের হয়ে সর্বোচ্চ রান করেন মিচেল মার্শ (৪৫)। বাংলাদেশের হয়ে সর্বাধিক উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান (৩-২৩, ৪ ওভার)। এছাড়া শরিফুল ইসলাম ২টি এবং সাকিব আল হাসান ও মেহেদী হাসান ১টি করে উইকেট তুলে নেন।
১২২ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। কিন্তু ৯.৩ ওভারে ৬৭ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। সেখান থেকে দলকে টেনে জয়ের দিকে নিয়ে যায় তরুণ দুই ব্যাটসম্যান আফিফ ও নুরুল। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে আর কোন উইকেট না হারিয়ে ইনিংসের ৮ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ৫ চার ও ১ ছক্কায়, ৩১ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানে অপরাজিত থাকেন আফিফ। আর নুরুল ২১ বলে অপরাজিত ২২ রান করেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে জয়ী হয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। আগামীকাল তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের আশা নিয়ে মাঠে নামবে টাইগাররা।
স্কোরবোর্ড:
অস্ট্রেলিয়া – ১২১/৭ (২০.০)
বাংলাদেশ – ১২৩/৫ (১৮.৪)
ফলাফল – বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – আফিফ হোসেন
ইংল্যান্ড বনাম ভারত (প্রথম টেস্ট – ১ম দিন)
নটিংহ্যামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ভারতের পেস আক্রমণ সামলাতে না পেরে ১৮৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে বিনা উইকেটে ২১ রান তুলেছে ভারত।
টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। ইনিংসের ৫ম বলে জসপ্রিত বুমরাহ এর শিকার হয়ে সাজঘরে ফিরেন ররি বার্নস (০)। এরপর আসা যাওয়ার মাঝেই ছিলেন ইংলিশ ব্যাটসম্যানরা। অধিনায়ক জো রুট ব্যতীত কোন ব্যাটসম্যানই ৩০ রানের কোঠা পার করতে পারেননি। ১১ বাউন্ডারিতে, ১০৮ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করে শার্দুল ঠাকুরের বলে এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে ফিরেন জো রুট। এছাড়া, জনি বেয়ারস্টো ২৯ এবং জ্যাক ক্রাওলি ও স্যাম কুরান দুজনেই ২৭ রান করেন।
ভারতের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন বুমরাহ। ৪৬ রানে ৪টি উইকেট নেন এই পেসার। ২৮ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। শার্দুল ২টি আর সিরাজের শিকার ১ উইকেট।
জবাব দিতে নেমে শেষ বিকেলে ১৩ ওভার অনায়াসেই কাটিয়ে দিয়েছেন রোহিত শর্মা আর কেএল রাহুল। বিনা উইকেটে ২১ রান তুলেছে ভারত। রোহিত-রাহুল দুজনই ৯ রানে অপরাজিত আছেন।
স্কোরবোর্ড:
ইংল্যান্ড (১ম ইনিংস) – ১৮৩/১০ (৬৫.৪)
ভারত (১ম ইনিংস) – ২১/০ (১৩.০)
বিশ্বজুড়ে সব জমজমাট ক্রিকেট ম্যাচগুলো চলছে। তাদের সম্পর্কে আরও খবর জানতে Baji –র সাথেই থাকুন!