BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৩ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (৫ম টি২০)

 

দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৫ ম্যাচের সিরিজের ৫ম টি-২০ আজ মাঠে গড়িয়েছে। ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহুর্তগুলো সম্পর্কে জানতে আসুন নিবন্ধটির এক ঝলক দেখি।

ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (৫ম – টি২০)

রবিবার ( জুলাই) গ্রেনাডায় পঞ্চম সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমে যায় ক্যারিবিয়দের ইনিংস। সেই সাথে সমতায় থাকা পাঁচ ম্যাচের সিরিজ ক্যারিবীরা হেরে যায় ব্যবধানে। 

টস জিতে আগে ব্যাট করতে নেমে উইকেটে ১৬৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। তাদের লড়াকু সংগ্রহের ভিত গড়ে দেন কুইন্টন ডি কক এইডেন মার্করাম। এই দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে দেড়শ ছাড়ায় প্রোটিয়ারা। সাজঘরে ফেরার আগে দুজনই পেয়েছেন অর্ধশতকের দেখা। ৪টি চার ২টি ছক্কায়, ৪২ বলে ৬০ রানে আউট হন ডি কক। আর চার ছক্কায়, ৪৮ বলে ৭০ রান করেন মার্করাম।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র রান করে লেন্ডল সিমন্স সাজঘরে ফিরে গেলেও লুইস ঝড়ে সাত ওভারেই ৬৫ রান তুলে ফেলে উইন্ডিজ। এরপর গেইল (৯) উইকেট থেকে বিদায় নিলে কিছুক্ষণ পর লুঙ্গি এনগিডির বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন লুইসও। ফেরার আগে চার ছক্কায়, ৩৪ বলে ৫২ রান করেন এই মারকুটে ব্যাটসম্যান। এরপর ক্যারিবীয়দের কোন ব্যাটসম্যানই আর তাদের ম্যাচে ফিরাতে পারে নি। 

১৩তম ১৮তম ওভারে দুটি করে ছক্কা মেরে লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিলেন পুরান। তবে সেটা ওই আভাস পর্যন্তই। বরং আস্কিং রেটের চাপে নিয়মিত বিরতি দিয়ে উইকেট খুইয়েছে ক্যারিবীয়রা। একটা পর্যায়ে অল আউট হওয়ার আশঙ্কায় পড়েছিল স্বাগতিকরা। তাবরাইজ শামসি রাবাদাদের দারুণ নৈপুণ্যে কঠিন হয়ে যাওয়া ম্যাচটা সহজেই জিতে নেয় প্রোটিয়ারা।

টেস্ট এবং টি-টোয়েন্টি দুটো সিরিজের ট্রফি নিয়েই দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা। সঙ্গে আছে ম্যাচ সেরা (এইডেন মার্করাম) সিরিজ সেরার (তাবরিজ শামসি) পুরষ্কারও।

স্কোরবোর্ড

দক্ষিণ আফ্রিকা – ১৬৮/৪ (২০.০)

ওয়েস্ট ইন্ডিজ – ১৪৩/৯ (২০.০)

ফলাফল – দক্ষিণ আফ্রিকা ২৫ রানে জয়ী

প্লেয়ার অফ দি ম্যাচ – এইডেন মার্করাম

প্লেয়ার অফ দি সিরিজ – তাবরিজ শামসি

 

শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট এবং টি-টোয়েন্টি উভয়ই সিরিজেই তাদের ঘরে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আরও অনেক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আসছে, Baji -র সাথে থাকুন

Exit mobile version