বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি গতকাল মাঠে গড়িয়েছে এবং পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার চার-ম্যাচ সিরিজের নির্ধারিত ৪র্থ ও শেষ টি-টোয়েন্টি বৃষ্টির কারণে ভেসে গেছে। আসুন ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে নিবন্ধনটি এক ঝলক দেখে নিই।
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (১ম – টি20I)
মঙ্গলবার সন্ধ্যায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-20I ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সেই সাথে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ।
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে অসি বোলারদের আগ্রাসী বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। ব্যাটসম্যানরা শুরুটা ভালো করলেও পরে অসি বোলার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কের দুরন্ত বোলিংয়ে স্কোর আর বড় করতে পারেনি টাইগাররা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ রান করেন সাকিব আল হাসান (৩৬)। অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন পেসার জশ হ্যাজলউড। এছাড়া মিচেল স্টার্ক ২টি উইকেট তুলে নেন।
১৩২ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে টাইগারদের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। ইনিংসের প্রথম বলেই অ্যালেক্স ক্যারিকে (০) বোল্ড করেন মেহেদী হাসান। এরপর ৩ ওভারে ১১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে অসিরা। চতুর্থ উইকেটে অধিনায়ক ম্যাথু ওয়েড আর মিচেল মার্শ ৩৮ রানের জুটি গড়লেও নাসুম আহমেদের শিকার করে সাজঘরে ফিরেন ম্যাথু ওয়েড (১৩)। কিছুক্ষণ পর নাসুমের বলেই হিট উইকেট হয়ে সাজঘরে ফিরেন অ্যাস্টন আগার (৭)।
এরপর অস্ট্রেলিয়াকে জয়ের পথ দেখানো মার্শকে প্যাভিলিয়নে ফিরিয়ে টাইগারদের জয়ের পথে ধাবিত করে নাসুম। শেষে টাইগারদের বোলিং তোপে ১০৮ রানে অল-উইকেট হারায় অস্ট্রেলিয়া। অজিদের পক্ষে ৪ চার ও ১ ছক্কায়, ৪৫ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন মিচেল মার্শ। ক্যারিয়ার সেরা বোলিং করে (৪-১৯, ৪ ওভার) ম্যাচ সেরার পুরষ্কার নিজেদের করে নিয়েছেন নাসুম আহমেদ। এছাড়া মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম ২টি এবং সাকিব ও মেহেদী ১টি করে উইকেট শিকার করেন।
এই ম্যাচে জয়ী হয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে একই সময় একই ভেন্যুতে মুখোমুখি হবে এই দুই দল।
স্কোরবোর্ড
বাংলাদেশ – ১৩১/৭ (২০.০)
অস্ট্রেলিয়া – ১০৮/১০ (২০.০)
ফলাফল – বাংলাদেশ ২৩ রানে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – নাসুম আহমেদ
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (৪র্থ – টি20I)
মঙ্গলবার রাতে বৃষ্টিতে ভেসে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সিরিজের চতুর্থ ও শেষ টি-20I ম্যাচটি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে মাত্র ৩ ওভার খেলা হয়েছে। এরপর বৃষ্টির বাধায় খেলা চালিয়ে নেয়া আর সম্ভব হয়নি।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। যেখানে কোন উইকেট না হারিয়ে ৩ ওভারে ৩০ রান তুলে নেয় তারা। আন্দ্রে ফ্লেচার ১২ বলে ১৭ ও ক্রিস গেইল ৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।
চার ম্যাচের টি-20I সিরিজের তিনটি ম্যাচই (১ম, ৩য় ও ৪র্থ) বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আর দ্বিতীয় ম্যাচে ৭ রানে জয়ী হয়ে এখন ১-০ ব্যবধানে সিরিজের শিরোপা নিজেদের করে নিল সফরকারী পাকিস্তান।
স্কোরবোর্ড
ওয়েস্ট ইন্ডিজ – ৩০/০ (৩.০)
ফলাফল – কোন ফলাফল পাওয়া যায়নি
বিশ্বজুড়ে সব জমজমাট ক্রিকেট ম্যাচগুলো চলছে। তাদের সম্পর্কে আরও খবর জানতে Baji –র সাথেই থাকুন!