BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০১ জানুয়ারি: বিবিএল ২০২১/২২ (ম্যাচ ২৯ এবং ম্যাচ ৩০), নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (১ম টেস্ট – ১ম দিন)

বিবিএল ২০২১/২২ এর ২৯তম ম্যাচ হোবার্ট হারিকেনস ও ব্রিসবেন হিটের মধ্যে, বিবিএল ২০২১/২২ এর ৩০তম ম্যাচ সিডনি সিক্সার্স ও মেলবোর্ন রেনেগেডসের মধ্যে এবং নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ১ম টেস্টের ১ম দিন গতকাল মাঠে গড়িয়েছে। 

বিবিএল ২০২১/২২ – ম্যাচ ২৯ (হোবার্ট হারিকেনস বনাম ব্রিসবেন হিট)

বিবিএল ২০২১/২২ এর ২৯তম ম্যাচে হোবার্টের ব্লান্ডস্টোন এরিনাতে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ১৪ রানের জয় তুলে নিয়েছে ব্রিসবেন হিট। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে হিট।

হিটের হয়ে জেমস বাজলে ৩ চার ও ২ ছক্কায়, ২৭ বলে সর্বোচ্চ অপরাজিত ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া জ্যাক ওয়াইল্ডারমুথ ২৮ এবং স্যাম হ্যাজলেট ২৬ রান করেন। হারিকেনসের হয়ে নাথান এলিস সর্বাধিক ৩টি এবং থমাস রজার্স ২টি উইকেটে তুলে নেন।

১৫১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে হিটের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে থেমে যায় হারিকেনসের ইনিংস। দলের পক্ষে ২০ বলে সর্বোচ্চ অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন থমাস রজার্স। এছাড়া ডি’আর্সি শর্ট ২৭ রান করেন। হিটের হয়ে জেভিয়ার বার্টলেট সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া মুজিব উর রহমান ৩টি ও মার্ক স্টেকিটি ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে উঠে এসেছে ব্রিসবেন হিট। অপরদিকে পরাজিত হয়ে হোবার্ট হারিকেনস এখন পয়েন্ট টেবিলের ৩য় স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড

ব্রিসবেন হিট – ১৫০/৮ (২০.০)

হোবার্ট হারিকেনস – ১৩৬/৮ (২০.০) 

ফলাফল – ব্রিসবেন হিট ১৪ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – জেভিয়ার বার্টলেট


বিবিএল ২০২১/২২ – ম্যাচ ৩০ (সিডনি সিক্সার্স বনাম মেলবোর্ন রেনেগেডস)

কফস হারবারে বৃষ্টির কারণে বিবিএল ২০২১/২২ এর ৩০তম ম্যাচটি টসের পর পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টসে জিতে প্রথমে বোলিং করার সিধান্ত নিয়েছিল সিডনি সিক্সার্স। কিন্তু এর পরই বৃষ্টি শুরু হয়ে শেষ পর্যন্ত আর না কমলে ম্যাচটি পরিত্যক্ত করা হয়। তবে ম্যাচটি পরিত্যক্ত হলেও উভয় দলই ২ পয়েন্ট করে পেয়েছে।


নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (১ম টেস্ট – ১ম দিন)

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে টসে হেরে ব্যাট করতে মাঠে নামে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৮৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলে ১ম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। দুর্দান্ত শতক হাঁকিয়েছেন কিউই ব্যাটার ডেভন কনওয়ে।

প্রথম দিনের শুরু ও শেষ দুটোই ছিল বাংলাদেশের অনুকূলে। আর মাঝের সময়টায় আধিপত্য বিস্তার করেছে কিউই ব্যাটাররা। দলীয় ১ রানেই নিউজিল্যান্ড দলপতিকে টম ল্যাথামকে (১) সাজঘরে পাঠান পেসার শরিফুল ইসলাম। এরপর আধিপত্য শুরু হয় নিউজিল্যান্ডের। দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের বড় জুটি গড়ে তোলেন কনওয়ে ও উইল ইয়ং। ৫২ রান করে ইয়ং রান আউট হয়ে সাজঘরে ফেরার পর তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন কনওয়ে ও রস টেলর।

এরপর শরিফুল ইসলাম দলীয় ১৮৯ রানে রস টেলরের (৩১) উইকেট তুলে নিলে পুনারায় ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। শেষ দিকে পার্টটাইম স্পিনার মমিনুল হকের শিকার হয়ে ১২২ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন কনওয়ে। পরে দিনের শেষ বলে পেসার এবাদত হোসেনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন টম ব্লান্ডেল (১১)। তবে উইকেটে ৩২ রানে অপরাজিত থেকে ২য় দিনের খেলা শুরু করবেন হেনরি নিকোলস।

স্কোরবোর্ড

নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ২৫৮/৫ (৮৭.৩)

Exit mobile version