পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চার-ম্যাচ সিরিজের তৃতীয় টি-20I বৃষ্টিতে ভেসে গেছে। এখনও পর্যন্ত সিরিজের ঘটনাবলী সম্পর্কে জানতে নিবন্ধটি এক ঝলক দেখে নিন।
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (৩য় – টি20I)
রবিবার রাতে বৃষ্টিতে ভেসে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের তৃতীয় টি-20I ম্যাচটি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে মাঠে গড়িয়েছে মাত্র ৮টি বল। এরপর থেকে পুরো মাঠ ও ম্যাচের দখল নিয়ে নেয় বৃষ্টি। খেলা চালিয়ে নেওয়া আর সম্ভব হয়নি।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ৮ বল থেকে ১৫ রান তুলে নেয় তারা। ২ ছক্কায়, ৬ বলে ১৪ রান করেন আন্দ্রে ফ্লেচার। ক্রিস গেইল অপরাজিত থাকেন ১ রানে।
চার ম্যাচের টি-20I সিরিজের দুইটি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আর একটি ম্যাচে সফরকারী পাকিস্তান জয়ী হয়ে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে। এই দুই দল মঙ্গলবার রাতে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে।
স্কোরবোর্ড
পাকিস্তান – ১৫৭/৮ (২০.০)
ফলাফল – কোন ফলাফল পাওয়া যায়নি
চতুর্থ টি–20I ম্যাচেই সিদ্ধান্ত হয়ে যাবে, যে সিরিজ ড্র হবে নাকি পাকিস্তান শিরোপা জিতবে। সিরিজের আরো আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন!