১৬ অক্টোবর থেকে শুরু হল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের অষ্টম আসরে প্রথম দিন মাঠে নেমেই তাক লাগানো পারফরম্যান্স করল নামিবিয়া। এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে অবাক করল নামিবিয়া। এরপর থেকে নামিবিয়াকে নিয়ে চারদিকে শুরু হয়েছে স্তুতি। এতে যোগ দিয়েছেন ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার থেকে শুরু করে অনেক ক্রিকেট রথি মহা রথিরা।
বিশ্বকাপ অভিযানের প্রথম দিন মুখোমুখি হয় শ্রীলঙ্কা-নামিবিয়া। নামিবিয়ার ১৬৩ রানের জবাবে ১০৮ রানেই গুটিয়ে যায় এবারের এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ৫৫ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে আইসিসির সহযোগী দেশ নামিবিয়া।
এমন জয়ে গোটা ক্রিকেটবিশ্ব বিস্মিত। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকে নিজেদের মনোভাব প্রকাশও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাদ জাননি ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও। টুইটারে তিনি জানান তার প্রতিক্রিয়া। শচীন লেখেন,” ক্রিকেট বিশ্বকে আজ বলে দিল নামিবিয়া! নামটা মনে রেখো।”
ভারতের আরও এক সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও জানিয়েছেন তার প্রতিক্রিয়া। তিনি লেখেন,”মাথা নত শ্রদ্ধা নাও নামিবিয়া।” নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তিনি টুইটে লেখেন, ” আইসিসি ২০২২ টি-২০ বিশ্বকাপের দুর্দান্ত শুরু, গেরহার্ড এরাসমাসের নামিবিয়ার উঠে আসার এ পথ পর্যন্ত সবচেয়ে বড় অর্জন। দুর্দান্ত।”
নেদারল্যান্ডসের সাবেক ক্রিকেটার বেন টুইটে লেখেন,”কী দুর্দান্ত পারফরম্যান্স নামিবিয়ার। ‘সহযোগী’ এবং পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে যে এখন আর পার্থক্য নেই, তা বুঝিয়ে দিয়েছে।”
উল্লেখ্য, ১৬ অক্টোবর থেকে এবারের বিশ্বকাপ শুরু হলেও মূল পর্ব শুরু হবে আগামী শনিবার ২২ অক্টোবর থেকে। আর ফাইনাল ১৩ নভেম্বর। প্রায় ১ মাস ব্যাপী চলা এই ক্রিকেট যজ্ঞে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে৷ এর মধ্যে ৮ টি দল বাছাই পর্ব খেলেছে। বাকি ৮ টি দল মূল পর্বে খেলবে। এবারের আসরে মোট ম্যাচ হবে ৪৫ টি।