Skip to main content

ক্রিকেট বিশ্বকে জানিয়ে দিলো, নামিবিয়া নামটা মনে রেখো: শচীন টেন্ডুলকার 

ক্রিকেট বিশ্বকে জানিয়ে দিলো, নামিবিয়া নামটা মনে রেখো: শচীন টেন্ডুলকার 

১৬ অক্টোবর থেকে শুরু হল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের অষ্টম আসরে প্রথম দিন মাঠে নেমেই তাক লাগানো পারফরম্যান্স করল নামিবিয়া। এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে অবাক করল নামিবিয়া। এরপর থেকে নামিবিয়াকে নিয়ে চারদিকে শুরু হয়েছে স্তুতি। এতে যোগ দিয়েছেন ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার থেকে শুরু করে অনেক ক্রিকেট  রথি মহা রথিরা। 

বিশ্বকাপ অভিযানের প্রথম দিন মুখোমুখি হয় শ্রীলঙ্কা-নামিবিয়া। নামিবিয়ার ১৬৩ রানের জবাবে ১০৮ রানেই গুটিয়ে যায় এবারের এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ৫৫ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে আইসিসির সহযোগী দেশ নামিবিয়া।

এমন জয়ে গোটা ক্রিকেটবিশ্ব বিস্মিত। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকে নিজেদের  মনোভাব প্রকাশও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাদ জাননি ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও। টুইটারে তিনি জানান তার প্রতিক্রিয়া। শচীন লেখেন,” ক্রিকেট বিশ্বকে আজ বলে দিল নামিবিয়া! নামটা মনে রেখো।”

ভারতের আরও এক সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও জানিয়েছেন তার প্রতিক্রিয়া। তিনি লেখেন,”মাথা নত শ্রদ্ধা নাও নামিবিয়া।” নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তিনি টুইটে লেখেন, ” আইসিসি ২০২২ টি-২০ বিশ্বকাপের দুর্দান্ত শুরু, গেরহার্ড এরাসমাসের নামিবিয়ার উঠে আসার এ পথ পর্যন্ত সবচেয়ে বড় অর্জন। দুর্দান্ত।”

নেদারল্যান্ডসের সাবেক ক্রিকেটার বেন টুইটে লেখেন,”কী দুর্দান্ত পারফরম্যান্স নামিবিয়ার। ‘সহযোগী’ এবং  পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে যে এখন আর পার্থক্য নেই, তা বুঝিয়ে দিয়েছে।”

উল্লেখ্য, ১৬ অক্টোবর থেকে এবারের বিশ্বকাপ শুরু হলেও  মূল পর্ব শুরু হবে আগামী শনিবার ২২ অক্টোবর থেকে। আর ফাইনাল  ১৩ নভেম্বর। প্রায় ১ মাস ব্যাপী চলা এই ক্রিকেট যজ্ঞে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে৷ এর মধ্যে ৮ টি দল বাছাই পর্ব খেলেছে। বাকি ৮ টি দল মূল পর্বে খেলবে। এবারের আসরে মোট ম্যাচ হবে ৪৫ টি।

আরো আজকের ট্রেন্ডিং

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা পাঁচ উইকেট-শিকারী: ঐতিহাসিক পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১২ সালে শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি লিগটি স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি...

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...

বিবিএল ২০২৪-২৫ সিজন ওপেনার: প্রথম কয়েকটি ম্যাচ থেকে কী আশা করা যায়?

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৪-২৫ তার ১৪ তম মরসুমে ফিরে এসেছে, উত্তেজনাপূর্ণ ক্রিকেট অ্যাকশনের প্রতিশ্রুতি দিয়ে। পার্থের দর্শনীয় অপটাস স্টেডিয়ামে মেলবোর্ন স্টারদের সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পার্থ স্কোর্চার্সের সাথে ১৫ ডিসেম্বর,...