BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া নিয়ে কোন চিন্তা নেই আফগান খেলোয়াড়দের; আসন্ন সিপিএল ২০২১ টুর্নামেন্টে আরও খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছে

তালেবানরা আফগানিস্তান পুরো দখল করে নেয়ার প্রাক্কালে বিশ্ব নেতাদের প্রতি নিজের দেশ রক্ষার আহ্বান জানিয়েছিলেন রশিদ খানরা। তাদের শঙ্কা ছিল তালেবানরা আসলে তাদের ক্রিকেট বন্ধ হয়ে যাবে। কিন্তু তালিবানরা কাবুল দখল করে নেয়ার পরও তাদের ক্রিকেটের ওপর হস্তক্ষেপ করেনি।

ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য আফগান ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন নানান দেশে। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেলেন আরও তিন আফগান ক্রিকেটার। তারা হলেন কাইস আহমেদ, নাভিন-উল হক এবং ওয়াকার সালামখেইল।

কাইস আহমেদ খেলবেন জ্যামাইকা তালাওয়াহসে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে খেলবেন নাভিন উল হক এবং ওয়াকার সালামখেইল দুজনই। জ্যামাইকা তালাওয়াহস এবং বার্বাডোজ রয়্যালস আরও দুই আফগান ক্রিকেটারকে ড্রাফটে রেখেছিল গত মে মাসে। তারা দু’জন হলেন ইব্রাহিম জাদরান এবং শফিকুল্লাহ গাফারি। তবে শেষ পর্যন্ত তাদের দু’জনকে আর নেয়া হয়নি দলে।

আফগানিস্তানের শীর্ষ খেলোয়াড় রশিদ খান, মোহাম্মদ নবী এবং মুজিব উর রহমান- সিপিএল ২০২১ এর প্রাথমিক তালিকায় ছিলেন না। কারণ, তারা পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে, যা সেপ্টেম্বরের শুরুতে হাম্বানটোটাতে (শ্রীলঙ্কা) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে সিপিএল ২০২১ এ খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ক্রিস মরিস, আনরিখ নর্কিয়া এবং র‍্যাসি ভ্যান ডার ডুসেন। এছাড়া শ্রীলঙ্কান ক্রিকেটার ওয়ানিদু হাসারাঙ্গাও খেলতে পারবেন না বলে জানানো হয়েছে।

বিশ্ব ক্রিকেটে আরও আকর্ষণীয় খবরের জন্য Baji -র সাথেই থাকুন!

Exit mobile version