বাংলাদেশ ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন এর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে ঝড় উঠেছে বাংলাদেশের ক্রিকেটে। এবার আল আমিননের বিচার চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড – বিসিবির সামনে মানববন্ধন করেছেন তার স্ত্রী ইসরাত জাহান। রবিবার দুপুর ১২ টায় এই ক্রিকেটারের শাস্তির দাবিতে মানবন্ধনে দাঁড়ায় তার স্ত্রী ও পরিবারের লোকজন।
এসময় গণমাধ্যমকে তিনি বলেন , ” আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবি জানাই। তিনি একজন মা, আমার দুটি বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব। আমি তার কাছে সাহায্য চাই। তিনি যেন সুষ্ঠুভাবে বিচার করে দেন।”
বিসিবির কাছেও এসময় সাহায্য প্রার্থনা করে আল আমিনের স্ত্রী বলেন,” আপনারা আমাকে সাহায্য করুন। আমি এখন পুলিশের সাহায্যে তার বাসায় আছি। কিন্তু আমাকে সে কোন খরচ দিচ্ছে না। আমার পরিবার আমাকে চালাচ্ছে।”
ইসরাত আরও বলেন,”দুই বছর যাবত আমার বাচ্চারা তাদের বাবাকে পাচ্ছে না। আমি চাই আমার বাচ্চারা বাবাকে পাক। মা-বাবা নিয়ে আমার সন্তানরা বড় হোক। ”
এর আগে ২০ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করার অভিযোগে থানায় মামলা দায়ের করেন এই ক্রিকেটারের স্ত্রী। তবে মামলা দায়ের হওয়ার পর থেকে পালাতক আল আমিন। ২ সেপ্টেম্বর মামলা নথিভুক্ত হওয়ার পর পুলিশের একটি টিম তার ফ্ল্যাটে অভিযান চালায়। কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর আগেই পালিয়ে যায় আল আমিন।
এ বিষয়ে মিরপুর মডেল থানার এসআই জানিয়েছেন এই ক্রিকেটারকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।উল্লেখ্য বিভিন্ন সময় এই ক্রিকেটারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেছে বিসিবি। এমনকি ২০১৫ সালের বিশ্বকাপের সময় তাকে শৃঙ্খলা ভঙ্গের কারনে বিশ্বকাপ থেকে বাংলাদেশেও পাঠিয়ে দেয়া হয়।