প্রকৃতির নিয়ম মেনে বিদায়ের ঘন্টা বেজেই গেল ঝুলন গোস্বামীর। অবসর নিতে যাচ্ছেন ভারতীয় নারী ক্রিকেটার।
চাকদহ এক্সপ্রেসের শেষ স্টপেজ লর্ডসে। আগামী মাসে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেই অবসরে যাচ্ছেন এই অলরাউন্ডার।
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে আগামী ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলবেন নারী জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের পরে এখন আর একজন কিংবদন্তিকে হারাতে চলেছে ভারত নারী ক্রিকেট দল৷
ঝুলনের অর্জনের পাল্লা বেশ ভারীই। দেশের হয়ে ২০০ টির মত ওয়ানডে খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ৩৫২ উইকেট। আন্তর্জাতিক নারী ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী ঝুলন ই। নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের (২৫২) শিকারীও তিনি। ২০০৭ সালে আইসিসি বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার উঠেছিল তার হাতে।
ভারতের জার্সিতে ঝুলন খেলেছেন পাঁচটি বিশ্বকাপ। চলতি বিশ্বকাপ ছিল ঝুলনের পঞ্চম বিশ্বকাপ। ২০০৫ সালে ভারতের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে তার অভিষেক হয়েছিল। এরপর খেলেছেন ২০০৯, ২০১৩, ২০১৭ এবং চলতি বছর। ৩৯ বছর বয়সী এই কিংবদন্তির এটাই শেষ বিশ্বকাপ। আর শেষ বিশ্বকাপই তাকে এনে দিল বিশ্বসেরার খেতাব।