BJ Sports – Cricket Prediction, Live Score

কোয়েটা গ্লাডিয়েটর্স হারলেও, ইতিবাচক দিক খুজে পাচ্ছেন সরফরাজ 

কোয়েটা গ্লাডিয়েটর্স হারলেও, ইতিবাচক দিক খুজে পাচ্ছেন সরফরাজ 

#image_title

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে, ইতোমধ্যে চারটি ম্যাচ খেলে ফেলেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। হার দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করা দলটি, এখন পর্যন্ত জয়ের দেখা পেয়েছে মাত্র একবার। দ্বিতীয় ম্যাচে জয়ের পর, তৃতীয় ও চতুর্থ ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে কোয়েটা। তবে টানা হারের পরেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। বরং ইতিবাচক দিক  খুঁজে পেয়েছেন তিনি।

মঙ্গলবার করাচির জাতীয় স্টেডিয়ামে লাহোর কালান্দার্সের মুখোমুখি হয় কোয়েটা। এদিন টসও জিতেছেন সরফরাজ। কিন্তু ব্যাটিং সহায়ক উইকেটে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে, যেন কিছুটা ভুলই করে ফেললেন কোয়েটার অধিনায়ক। নির্ধারিত ওভার শেষে ১৯৮ রানের বড় সংগ্রহ পায় লাহোর। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৫ রান তুলতে সক্ষম হয় কোয়েটা। ফলাফল ৬৩ রানের হার।

সরফরাজ মনে করছেন, দল হিসেবে ব্যাটে – বলে ভালো করতে না পারায় হেরেছে তার দল। বোলাররা যেমন প্রতিপক্ষের রানের চাকা নিয়ন্ত্রণে রাখতে পারেননি, তেমনি ব্যাটসম্যানরাও সুবিধা করতে পারেননি। এ প্রসঙ্গে সরফরাজ বলেন, ” ম্যাচের উইকেট খুব ভালো। ব্যাটে বল সংযোগ হয়েছে। তবে বোলাররা ভালো করতে পারেননি। ব্যাটসম্যানরাও উইকেট অনুযায়ী রান তুলতে পারেননি। “

অবশ্য এই ম্যাচে কোয়েটার প্রাপ্তি হিসেবে, জেসন রয়ের রানে ফেরাটাকে দেখছেন সরফরাজ। এমনকি তাকে দলের ম্যাচ উইনার হিসেবে আখ্যাও দিয়েছেন তিনি। কোয়েটার অধিনায়ক আরো বলেন, ” সে (রয়) আমাদের দলের সেরা খেলোয়াড়দের একজন। যেকোনো সময় সে আমাদের ম্যাচ জেতাতে পারেন। তার মতো ব্যাটসম্যান রানে ফেরা, আমাদের দলের জন্য নিশ্চয় গুরুত্বপূর্ণ বিষয়। “

উল্লেখ্য, লাহোরের বিপক্ষে ম্যাচে মাত্র ২ রানের জন্য অর্ধশতক মিস করেছেন রয়। এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমে, ৩০ বল থেকে ৪৮ রানের ইনিংস খেলেছেন মারকুটে এই ব্যাটসম্যান। ১টি চার এবং ৫টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এবারের আসরে এখন পর্যন্ত, এটিই তার সর্বোচ্চ রানের ইনিংস। কিন্তু অপর প্রান্তের ব্যাটসম্যানরা আসা – যাওয়ার মিছিলে ব্যস্ত থাকায়, রয়ের এই ইনিংসটি ম্লান হয়ে যায়। দেখা যাক হারের বৃত্ত থেকে বের হয়ে পরের ম্যাচে জয় পায় কিনা কোয়েটা গ্লাডিয়েটর্স।

Exit mobile version