পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে। আর এবারের আসরে বরাবরের মতো শক্তিশালী দল গড়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দলটির বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছে মার্টিন গাপটিলের মতো বড় নাম। ইতোমধ্যে পিএসএল মাতাতে পাকিস্তানে পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা এই ব্যাটসম্যান। দলের হয়ে অনুশীলন শুরু করা গাপটিল, কোয়েটার জার্সিতে পিএসএল মাতাতে প্রস্তুত।
শেষ মুহুর্তের প্রস্তুতি সারছে পিএসএল এর দলগুলো। কোয়েটা গ্লাডিয়েটর্সও পিছিয়ে নেই। বিদেশি ক্রিকেটাররা এক এক করে দলে যোগ দিচ্ছেন। সম্প্রতি গাপটিলের অনুশীলনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে কোয়েটা ফ্র্যাঞ্চাইজি। তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, বেশ ফুরফুরে মেজাজে আছেন গাপটিল। দলের সঙ্গে যোগ দিতে পেরে তার চোখেমুখেও সন্তুষ্টির ছাপ স্পষ্ট।
তবে ছবি দিয়েই যে শুধু দর্শকদের নাড়া দিয়েছে তা নয়। গাপটিলকে মাঠে দেখতেও বেশ অপেক্ষায় আছে কোয়েটা গ্লাডিয়েটর্স। ছবির ক্যাপশনে তারা লিখেছে, ” এখানে (মাঠে) কে দেখুন। আমরা গাপটিলের অ্যাকশন দেখতে মুখিয়ে আছি। আপনিও কি তাই? ” অবশ্য বাইশ গজে যে গাপটিল বরাবরি অ্যাকশন দেখাতে পটু, তা সবারই জানা। সেক্ষেত্রে এবার কোয়েটার হয়েও ব্যাট হাতে ঝড় তোলার অপেক্ষায় তিনি।
এর আগেও পিএসএলে খেলার অভিজ্ঞতা আছে গাপটিলের। সেসময় তার পারফরম্যান্সটা হয়েছে ভালোমন্দ মিলিয়ে। কখনো ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেছেন, আবার কখনো ব্যর্থতায় ডুবেছেন। তবে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য বেশ সমাদৃত এই ব্যাটসম্যানের উপর পূর্ণ আস্থা রাখছে কোয়েটা। কারণ, দুনিয়ার সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পাশাপাশি, নিউজিল্যান্ড দলেরও নিয়মিত সদস্য তিনি।
উল্লেখ্য, এখন পর্যন্ত ১২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গাপটিল। যেখানে ব্যাট হাতে মোট ৩৫৩১ রান করেছেন এই ডানহাতি ওপেনার। এই ফরম্যাটে ১৩৫.৭ স্ট্রাইকরেটে ব্যাটিং করে, রান তুলেছেন ৩১.৮১ গড়ে। যেখানে দুটি শতকও হাঁকিয়েছেন মারকুটে এই ব্যাটসম্যান। সেইসাথে অর্ধশতকের দেখা পেয়েছেন মোট ২০ বার। ঘরোয়া টি-টোয়েন্টিতেও তার পরিসংখ্যান বেশ ভালো। দেখা যাক পিএসএলে এবার কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে কেমন করেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।