Skip to main content

কোয়েটা গ্লাডিয়েটর্সের মিডল অর্ডারের ভরসা ইফতিখার

কোয়েটা গ্লাডিয়েটর্সের মিডল অর্ডারের ভরসা ইফতিখার

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর চলতি আসর ঘিরে দর্শকদের উত্তেজনার পারদ বাড়ছে। এই আসরে ১৫ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। প্রথম ম্যাচ খেলতে নেমে অবশ্য হেরে গেছে সরফরাজ আহমেদের দল, এরপর থেকেই দলটির শক্তিমত্তা নিয়েও চলছে আলোচনা। সেই আলোচনার অন্যতম একটি অংশ, মিডল অর্ডার ব্যাটিং। কারণ, যেকোনো ফরম্যাটে মাঝখানে ব্যাটিংটা গুরুত্বপূর্ণ। সেই জায়গায় ইফতিখার আহমেদকে পাচ্ছে কোয়েটা গ্লাডিয়েটর্স। পাকিস্তানের জাতীয় দলের এই ব্যাটার কোয়েটার বড় ভরসা হতে পারে বলেও মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।

কোয়েটার জার্সিতে  ইফতিখারকে নিয়ে দলটির সমর্থকদের প্রত্যাশার ফানুস ওড়ানোর কারন ও আছে। লম্বা সময় ধরে ইফতিখার খেলছেন জাতীয় দলে। সেখানে অবশ্য তার পারফরম্যান্স ভালোমন্দ মিলিয়েই ছিলো। কিন্তু ঘরোয়া টি-টোয়েন্টিতে যখনই মাঠে নামেন, ব্যাট হাতে ঝড় তুলতে পটু এই ডানহাতি ব্যাটসম্যান। আবার দলের প্রয়োজনে, মিডল অর্ডারে নেমে হাল ধরতেও দেখা যায় তাকে। তাই কোয়েটাও ভরসা রাখছে তার ব্যাটে।

সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দারুন ফর্মে ছিলেন ইফতিখার।  ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতিয়েছেন তারকা এই ব্যাটসম্যান। দলটির হয়ে ১১ ম্যাচ খেলে মোট ৩৫১ রান করেছেন তিনি। তবে মোট রানের চেয়েও ইফতিখারের ব্যাটে ইতিবাচক দিক হলো, তার স্ট্রাইকরেট এবং গড়। টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করার পাশাপাশি, লম্বা ইনিংস খেলার ক্ষেত্রেও বেশ ধারাবাহিক তিনি।

বিপিএলে ১৫৭.৪০ স্ট্রাইকরেটে ব্যাটিং করে, ৫৮.৫০ গড়ে রান তুলেছেন ইফতিখার।  সাম্প্রতিক সময়ে ক্যারিয়ারের সেরা ফর্মে থাকার আরো একটি উদাহরণ, প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে শতক হাঁকিয়েছেন ইফতিখার। ১০০ রানের সেই মারকুটে ইনিংস ছাড়া, বিপিএলে আরো তিনবার অর্ধশতকের দেখা পেয়েছেন পাকিস্তানি তারকা। তার এমন ফর্ম, কোয়েটার জন্যই ভালো। তাইত ইফতিখারে আশায় বুক বেধেছে কোয়েটা গ্লাডিয়েটর্সের টিম ম্যানেজমেন্ট। 

উল্লেখ্য, বর্তমানে পিএসএল খেলার জন্য কোয়েটা দলের সঙ্গেই আছেন ইফতিখার। প্রথম ম্যাচে দলের হারের পরেও অনুশীলনেও বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। এর আগে প্রস্তুতি ম্যাচে বিধ্বংসী রূপ দেখা গেছে এই ব্যাটসম্যানের। ওয়াহাব রিয়াজকে ৬ বলে ৬টি ছক্কা হাঁকানো সেই ম্যাচে, অল্পের জন্য শতক মিস করেছেন। ব্যাট হাতে এমন ছন্দ, কোয়েটার হয়ে ধরে রাখতেও বেশ প্রত্যয়ী মারকুটে এই ব্যাটার।

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫-এ সেরা তরুণ বিবিএল তারকাদের জন্য নজর রাখা: উদীয়মান প্রতিভার পরবর্তী প্রজন্ম

বিগ ব্যাশ লিগ (বিবিএল) তার ২০২৪-২৫ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে ক্রিকেট ভক্তদের একটি নতুন প্রজন্মের ক্রিকেট প্রতিভা কামনা করছে। বছরের পর বছর ধরে হাজার হাজার তরুণ ক্রিকেটার বিবিএলে তাদের...

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা পাঁচ উইকেট-শিকারী: ঐতিহাসিক পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১২ সালে শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি লিগটি স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি...

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...