পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত দুই আসরে, শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এবার তাই ভারসাম্যপূর্ণ দল গঠন করেছিলো ফ্র্যাঞ্চাইজিটি। তবে দেশি – বিদেশি তারকাদের নিয়ে গড়া শক্তিশালী কোয়েটা গ্লাডিয়েটর্স, এবারের আসরেও যেন পথ হারা পথিক। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। এরপর টানা হারের মাঝেই ঘুরপাক খেতে হচ্ছে সরফরাজ আহমেদের দলকে। তবু প্রত্যাশার ফানুস ওড়াচ্ছেন দলের অধিনায়ক।
শুক্রবার রাতে নিজেদের ষষ্ঠ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয় কোয়েটা। করাচির জাতীয় স্টেডিয়ামে টসে হেরে আগে বোলিং করে সরফরাজরা। আগে ব্যাটিং করতে নেমে, নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেন ইসলামাবাদের ব্যাটসম্যানরা। চার – ছক্কার ফুলঝুরিতে মারকুটে ব্যাটিং প্রদর্শনী চলে করাচিতে। নির্ধারিত ২০ ওভার শেষে ২২০ রানের বড় সংগ্রহ পায় ইসলামাবাদ।
২২০ রান বড় স্কোর হলেও অসম্ভব ছিলোনা কোয়েটা গ্লাডিয়েটর্সের জন্য। কোয়েটার ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। ওপেনিংয়ে জেসন রয় এবং মার্টিন গাপটিলের মতো বাঘা বাঘা ব্যাটসম্যান। কিন্তু এদিন আলো ছড়াতে পারেনি তাদের ব্যাট। দুই ওপেনারের দ্রুত বিদায় বরং দলকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। মিডল অর্ডারে রান করে, কিছুটা হারের ব্যবাধান কমিয়েছেন সরফরাজ এবং মোহাম্মদ হাফিজরা। তবে তাতে হার এড়াতে পারেনি কোয়েটা গ্লাডিয়েটর্স। ৬৩ রানে হেরে যান সরফরাজরা।
এদিকে হারের পর ভুল শুধরানোর জন্য লম্বা সময় পাচ্ছেন বলে জানিয়েছেন সরফরাজ। কোয়েটার অধিনায়ক বলেন, ” আমার মনে হয়, শেষ কয়েকটি ওভারে আমরা আমাদের পরিকল্পনা থেকে সরে গিয়েছি। চাপের মুখে এটা হয়েছে। টপ অর্ডারে দ্রুত উইকেট হারিয়ে ফেলাটাও একটা কারণ। আগামী ম্যাচের আগে ৪ – ৫ দিন বিরতি আছ। সমস্যাগুলো নিয়ে কথা বলবো। আশা করি, আমরা ফিরবো, ঘুরে দাঁড়াব।
এ নিয়ে পঞ্চমবারের মতো হারলো কোয়েটা। জয়ের মুখ দেখেছে কেবল নিজেদের দ্বিতীয় ম্যাচে, করাচি কিংসের বিপক্ষে। এরপর টানা চার ম্যাচে হেরে, ইতোমধ্যে কঠিন সমীকরণের মধ্যে পড়েছে কোয়েটা। সেখান থেকে ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব, তা অবশ্য সময়ই বলে দেবে। তবে দলটির অধিনায়ক শোনাচ্ছেন আত্মবিশ্বাসের বাণী। তাদের ঘুরে দাড়ানোর ক্ষেত্রে বিরতিটা সহায়ক হয় কি না, কে জানে! দল জয়ের ধারায় না ফিরলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে দলটির।