BJ Sports – Cricket Prediction, Live Score

কোয়েটা গ্লাডিয়েটর্সের নেতৃত্বে সরফরাজকে চান না আফ্রিদি

কোয়েটা গ্লাডিয়েটর্সের নেতৃত্বে সরফরাজকে চান না আফ্রিদি

#image_title

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে, একেবারে ছন্নছাড়া হয়ে পড়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ খেলেছে দলটি। যেখানে জয়ের বিপরীতে তাদের হার ৪টি। এবারের আসরেও কোয়েটা গ্লাডিয়েটর্সকে নেতৃত্ব দিচ্ছেন সরফরাজ আহমেদ। তার নেতৃত্বে দলের করুণ অবস্থায়, অধিনায়ক পরিবর্তনের  পরামর্শ দিলেন শহিদ আফ্রিদি। নেতৃত্বে সরফরাজকে চান না বলে সাফ জানিয়ে দিলেন তিনি।

হার দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর, দ্বিতীয় ম্যাচে জয় পায় কোয়েটা। কিন্তু সেই ছন্দ ধরে রাখতে পারেনি দলটি। পরের তিন ম্যাচে টানা হেরে, ব্যাকফুটে চলে যায় সরফরাজরা। দলের এমন খারাপ পারফরম্যান্সের জন্য, অধিনায়ককে দুষছেন অনেকে।  পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি  আগেই বলেছেন, সরফরাজের কাঁধে নেতৃত্বের ভার না দিতে। সেই কথা আমলে না নিয়ে, ভুগছে কোয়েটা। এবার সরফরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে ফের সরব হলেন আফ্রিদি 

সরফরাজকে অধিনায়কত্ব না দেওয়া প্রসঙ্গে আফ্রিদি বলেন, ” টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কোয়েটা ফ্র্যাঞ্চাইজির মালিক নাদিম ওমরের সঙ্গে আমার কথা হয়েছে। উনাকে আমি পরামর্শ দিয়েছি, সরফরাজকে যেন শুধু খেলোয়াড় হিসেবে খেলায়। ওর উপর থেকে যেন চাপ কমিয়ে দেওয়া হয়। সে তার খেলাটা উপভোগ করতে পারলে, কোয়েটা লাভবান হবে। সরফরাজের জন্যও ভালো।

দল গঠন নিয়েও কোয়েটার সমালোচনা করেছেন আফ্রিদি। প্রসঙ্গে তিনি আরো বলেন, ” এবার আসরের শুরু থেকেই অগোছালো হয়ে আসছে কোয়েটা। নিলামের সময় খেলোয়াড় দলে ভেড়ানোর ব্যাপারেও মুন্সিয়ানা দেখাতে পারেনি দলটি। বেশকিছু খেলোয়াড়ের ফিটনেস এবং পারফরম্যান্সে ঘাটতি আছে। ধরণের অফ ফর্মের খেলোয়াড় দিয়ে, দলের জন্য সাফল্য ছিনিয়ে আনা সম্ভব নয়।

টুর্নামেন্টের এখনো অধিকাংশ ম্যাচ বাকি আছে। টুর্নামেন্ট থেকে কোয়েটা গ্লাডিয়েটর্স ছিটকে গেছে ব্যাপারটা এমনও না। দলের হারের পরেও নিজের দলের উপর আস্থা হারাননি সরফরাজ। গত দুই আসরে  সাফল্য পায়নি দলটি, এবারও হাঁটছে সেই পথে। তবে শেষ পর্যন্ত কতদূর যেতে পারে, তাই দেখার বিষয়। সেই পর্যন্ত অবশ্য সরফরাজের নেতৃত্বেই খেলতে হচ্ছে একবারের চ্যাম্পিয়নদের।

Exit mobile version