পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে, শুরুটা ভালো করতে পারেনি কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। মুলতান সুলতানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে, শুরুতেই ধাক্কা খায় দলটি। কিন্তু সেই ধাক্কা সামলে, করাচি কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফেরে সরফরাজ আহমেদরা। যদিও সেই ধারা বজায় রাখতে পারেননি তারা। নিজেদের তৃতীয় ম্যাচে এসে, আবারো হারের মুখ দেখলো কোয়েটা গ্লাডিয়েটর্স। আর হারের কারন ব্যাখ্যা করলেন দলটির অধিনায়ক সরফরাজ।
সোমবার পেশোয়ার জালমির মুখোমুখি হয় কোয়েটা। যেখানে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন পেশোয়ারের অধিনায়ক বাবর আজম। তবে আগে ব্যাটিং করে খুব বেশি সুবিধা করতে পারেননি সরফরাজরা। নির্ধারিত ২০ ওভার থেকে ১৫৪ রানের মাঝারি সংগ্রহ পেয়েছে তারা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি বাবরদের। ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে পেশোয়ার।
হারের কারণ হিসেবে সংবাদ সম্মেলনে নিজেদের ছোট ছোট ভুলগুলোই তুলে ধরলেন সরফরাজ। কোয়েটার অধিনায়ক জানালেন, উইকেটে ঠিকঠাক বল আসছে না। তবে তরুণদের পারফরম্যান্সে খুশি তিনি। সরফরাজ বলেন, ” দেড়শো রান ভালো চ্যালেঞ্জিং স্কোর ছিল। উইকেটও বোলারদের পক্ষে। তবে আমরা শুরুতে ভালো করতে পারিনি। ছোট ছোট কিছু ভুলের কারণে হেরেছি। তরুণরা ভালো করছে, এটা ইতিবাচক দিক। “
তবে নিজের দলের প্রতি আস্থা হারাচ্ছেন না সরফরাজ। কোয়েটার অধিনায়কের বিশ্বাস, মাঠে ভুল করা কমাতে পারলে ফলাফল তাদের পক্ষে হবে। এ প্রসঙ্গে সরফরাজ আরো বলেন, ” ভালো খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। কিন্তু কিছু জায়গায় ভুল হয়ে যাচ্ছে। সেটা কমাতে পারলে, আমরা ভালো দল। ফলাফল নিজেদের পক্ষে আনা যাবে। বোলিং এবং ফিল্ডিংয়ে আরো নিখুঁত হতে হবে। “
অবশ্য সরফরাজের কথার সঙ্গে মাঠের পারফরম্যান্সেও মিল পাওয়া যাচ্ছে। ব্যাটে – বলে ভালো ছন্দে আছেন কোয়েটার প্রায় সব ক্রিকেটার। মার্টিন গাপটিল, ইফতিখার আহমেদদের ব্যাট হাসছে। বোলিং বিভাগে প্রতিপক্ষকে চোখ রাঙাচ্ছেন নাসিম শাহরা। সেক্ষেত্রে ছোটখাটো ভুলগুলো শুধরে উঠতে পারলে, ভালো কিছুর প্রত্যাশা করতে পারে দলটি। কোয়েটার অধিনায়কও শোনাচ্ছেন আশার বাণী।