BJ Sports – Cricket Prediction, Live Score

কোহলির ৪৬ তম ওয়ানডে সেঞ্চুরিতে, নতুন তিন রেকর্ড

কোহলির ৪৬ তম ওয়ানডে সেঞ্চুরিতে, নতুন তিন রেকর্ড

Kohli's 46th ODI century, three new records

শতক হাঁকানো যার জন্য মুড়িমুড়কির মতো ব্যাপার, সেই বিরাট কোহলির ব্যাটে শতকের দেখা মেলেনি প্রায় বছর তিনেক ধরে। ২০২২ সালের শেষদিকে সেই খরা কাটিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান। ১০২০ দিন পর  টিটোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে করা সেই শতকের পর আবারো পুরনো রূপে কোহলি। আবারো ব্যাটে রানের ফোয়ারা ছোটাচ্ছেন তিনি। একটির পর একটি শতক হাঁকিয়ে, বিভিন্ন রেকর্ড নিজের দখলে নিচ্ছেন সময়ের সেরা এই ব্যাটসম্যান।

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও শতকের দেখা পেয়েছেন কোহলি। আগে ব্যাটিং করতে নামা ভারতের হয়ে অপরাজিত ১৬৬ রানের ইনিংস খেলেছেন তিনি। ওয়ানডেতে এটি কোহলির ৪৬ তম শতক। লংকানদের বিপক্ষে এই এক শতকের সুবাদে তিনটি মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। একইসাথে স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেলেন তিনি।

ঘরের মাঠে শতক হাঁকানোর দিক থেকে, এতদিন সবার উপরে ছিলেন শচীন। দেশের মাটিতে ১৬৪টি ওয়ানডে খেলা সাবেক এই ওপেনার, দেশের মাটিতে  শতকের দেখা পেয়েছেন মোট ২০ বার। তার সেই রেকর্ড আগেই ছুঁয়ে ফেলেছেন কোহলি, লংকানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শতক হাঁকিয়ে। ৪৬ তম শতক হাঁকিয়ে শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি। দেশের মাটিতে কোহলির ওয়ানডে সেঞ্চুরির সংখ্যাই এখন বেশি।  আর এই যাত্রায় শচীনের চেয়ে ১০৪ ম্যাচ কম খেলেছেন কোহলি।

এদিন আরো একটি মাইলফলকে শচীনকে পেছনে ফেলেছেন কোহলি। নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি শতক হাঁকানোর নজিরটা ছিল শচীনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট ৯টি শতক হাঁকিয়েছেন তিনি। এবার সেই রেকর্ডও নিজের দখলে নিলেন কোহলি। লংকানদের বিপক্ষে ভারতীয় তারকার শতকের সংখ্যা এখন ১০টি। আর তাতেই রেকর্ডটির একক মালিক এখন কোহলি।

এই তো গেল কেবল শতকের হিসাব নিকাশ। ওয়ানডে ক্রিকেটে রান সংগ্রাহকদের তালিকাটাও বদলে দিলেন কোহলি। সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে শীর্ষ পাঁচে উঠে এলেন ভারতীয় ব্যাটসম্যান। যাত্রায় ১২৬৫০ রান করা শ্রীলংকান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে টপকে গেলেন কোহলি। তার বর্তমান রান ১২৭৫৪। তালিকায় এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন, ১৮৪২৬ রান করা শচীন।

Exit mobile version