BJ Sports – Cricket Prediction, Live Score

কোহলির মন্তব্যের কড়া জবাব দিলেন সুনীল গাভাস্কার

কোহলির মন্তব্যের কড়া জবাব দিলেন সুনীল গাভাস্কার

কোহলির মন্তব্যের কড়া জবাব দিলেন সুনীল গাভাস্কার

সুপার ফোরের হাই ভোল্টেজ ম্যাচ ভারতপাকিস্তানের লড়াই শেষে সংবাদ সম্মেলনে বিস্ফোরক বক্তব্য দেন বিরাট কোহলি। জানিয়ে দেন ধোনি ছাড়া দুঃসময়ে পাশে পাননি কাউকে। কোহলির বক্তব্য নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। 

সংবাদ সম্মেলনে কোহলি বলেনযখন টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলাম, আমি মাত্র একজনের কাছ থেকেই একটা মেসেজ পেয়েছিলাম। যার সঙ্গে আমি আগে খেলেছি। তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। অনেক লোকের কাছে আমার নম্বর রয়েছে, অনেক লোকে অনেক পরামর্শ দেয়, তবে যাদের কাছে আমার নম্বর রয়েছে, একমাত্র ধোনি ছাড়া আর কারো কাছ থেকে কোন মেসেজ পাইনি।

এবার কোহলির সেই কথার কড়া জবাব দিলেন সুনীল গাভাস্কার।সম্প্রতি টিভি চ্যানেলের এক সাক্ষাৎকারে বিরাটের করা এই মন্তব্য নিয়ে মুখ খোলেন তিনি। গাভাস্কার বলেন,” বিরাট ঠিক কাকে ইঙ্গিত করছে সেটা বোঝা যাচ্ছে না। যদি কারোর নাম বলত, তাহলে তাকে গিয়ে জিজ্ঞাসা করা যেত যে, সে কোহলির সঙ্গে যোগাযোগ করেছে কিনা। আমি শুনেছি বলেছে, টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর শুধু এমএসডি ওর সঙ্গে যোগাযোগ করেছিল।

কোন প্রাক্তন ক্রিকেটারের দিকে ইঙ্গিত দিয়েছেন কোহলি তার নাম নেওয়া উচিত ছিল বলেও মনে করেন গাভাস্কার। তিনি বলেন,” ওর সঙ্গে খেলেছে, রকম কোনও প্রাক্তন ক্রিকেটারের কথা যদি কোহলি ইঙ্গিতে বুঝিয়ে থাকে, তাহলে এমন অনেকেই আমরা চিনি যারা রোজ টিভিতে মুখ দেখায়। তাই সেই ক্রিকেটারের নাম নেওয়া উচিত কোহলির। জিজ্ঞাসা করা উচিত সে কেন বার্তা পাঠাল না।

কোহলির অধিনায়কত্ব ছাড়ার দিকে ইঙ্গিত করে গাভাস্কর বলেন,” কী ধরনের বার্তা পেতে চেয়েছিল কোহলি? কি চেয়েছিল কেউ উৎসাহ দিক? নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর কারোর থেকে উৎসাহ চাইবেই বা কেন? এই অধ্যায় তো শেষ হয়েই গিয়েছে। 

কোহলি অবশ্য গাভাস্কারের কথার পালটা জবাব দেননি। এশিয়া কাপেই হংকং এবং পাকিস্তানের সাথে হাফ সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলির ফর্মে ফেরায় স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে। ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটানো এমন কোহলিকেই তো চায় তার ভক্তরা।

 

Exit mobile version