এশিয়া কাপের আজকের ভারত- পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে ক্রিকেট প্রেমিদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর আবার মুখোমুখি দুই দল। দুই দেশের সাবেক ক্রিকেটার থেকে ক্রিকেট বিশ্লেষকরা এই ম্যাচ নিয়ে নিজেদের মত দিচ্ছেন। পন্টিং, ওয়াটসনরা এগিয়ে রাখছেন ভারতকে আবার ওয়াকার ইউনুসরা এগিয়ে রাখছেন পাকিস্তানকে।
তবে ভারত পাকিস্তান এই মহারনের পূর্বে নেট দুনিয়ায় ভাইরাল বিরাট কোহলি এবং শাহীন আফ্রিদির একটি ভিডিও । এই ভিডিও ছুঁয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের হৃদয়।
গত শ্রীলঙ্কা সফরে গল টেস্টে ইনজুরিতে পড়েন পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদি। এই চোট তাকে ছিটকে দিয়েছে এশিয়া কাপ থেকেই। তবে চোটের জন্য খেলতে না পারলেও দলের সঙ্গেই আছেন শাহীন আফ্রিদি। দুবাইতে চলছে তার রিহ্যাব প্রক্রিয়া।
পাকিস্তান গণমাধ্যমের পোষ্ট করা ভিডিওটিতে দেখা যায়, এশিয়া কাপ থেকে ছিটকে পড়া আফ্রিদিকে তার চোট নিয়ে প্রশ্ন করেন কোহলি ।প্রশ্নের উত্তর দিয়ে আফ্রিদি, কুশল বিনিময় করে কোহলির সাথে। সেই সাথে এশিয়া কাপের জন্য জানান শুভ কামনাও।
ওই ভিডিওতে আফ্রিদিকে বলতে শোনা যায়,” আপনার জন্য প্রার্থনা করছি, আপনি শিগগিরই ফর্মে ফিরবেন।”
আফ্রিদির কথা শুনে হেসে দেন বিরাট। পুনরায় হ্যান্ডশেক করেন আফ্রিদির সঙ্গে। আফ্রিদিকে বলেন,” নিজের যত্ন নাও, দ্রুত সুস্থ হয়ে ওঠো।”
উল্লেখ্য গত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। সেই ম্যাচে কোহলি, রোহিত, রাহুলের উইকেট তুলে নিয়ে ভারতের টপ অর্ডার গুড়িয়ে দেন আফ্রিদি। এবারের এশিয়া কাপ থেকে তার ছিটকে যাওয়া পাকিস্তানের জন্য তাই বড় ধাক্কাই। ক্রিকেট প্রেমিদের তাই কোহলি – আফ্রিদির ব্যাটে বলে লড়াই দেখা হলোনা।