ওয়ানডে, টেস্ট কিংবা টি–টোয়েন্টি, ক্রিকেটের তিন ফরম্যাটের কোনটিতেই যেন চেনা ছন্দ খুঁজে পাচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। টানা অফফর্মের কারণে ক্রিকেট পাড়ায় তাকে নিয়ে বইছে সমালোচনার ঝড়। পাশাপাশি কিভাবে তিনি রানে ফিরবেন সেটি নিয়েও চলছে আলোচনা।
দরজায় কড়া নাড়ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এই মূহুর্তে কোহলিকে দলে নেয়ার ব্যাপারে চলছে জোর আলোচনা–সমালোচনা। এই জোয়ারে এবার যুক্ত হয়েছেন ভারতের জার্সিতে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী উইকেটরক্ষক ব্যাটসম্যান সৈয়দ কিরমানি।
সাবেক এই তারকা মনে করেন, অভিজ্ঞ কোহলির দলে থাকাটা খুব জরুরী। পাশাপাশি নির্বাচকদের অভিজ্ঞ এবং তারুণ্যের মিশেলে দল গঠনের পরামর্শ দিয়েছেন তিনি। কিরমানি বলেন, ‘বিরাট কোহলি একজন রোল মডেল। সে প্রতিটি দৃষ্টিকোণ থেকে একজন রোল মডেল এবং একজন দারুণ অভিজ্ঞ খেলোয়াড়। টি–টোয়েন্টির জন্য নির্বাচিত দলে অবশ্যই তার থাকতে হবে, অবশ্যই তার থাকা উচিত। আমি জানি না কবে সে ভালো ফর্মে চলে আসবে এবং গেম চেঞ্জার হয়ে উঠবে। অভিজ্ঞ খেলোয়াড়দের দলে থাকা উচিত যাতে তরুণ খেলোয়াড়রা তাদের দেখে শিখতে পারে।
কিরমানি আরো বলেন ” দলের ভারসাম্য এমন হওয়া উচিত যেখানে অভিজ্ঞতা এবং তারুণ্য একসঙ্গে থাকে। টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত দলটি ফিফটি–ফিফটি হওয়া উচিত। দলে ৫০ শতাংশ তরুণ এবং ৫০ শতাংশ অভিজ্ঞ খেলোয়াড় হতে হবে। সমন্বয়টিও ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। সেই ভাবেই দল নির্বাচন করা উচিত।’
ভারতের সাবেক এই ক্রিকেটার আরো বলেন, ‘ভারতীয় খেলোয়াড়দের মধ্যে দারুণ একটা প্রতিযোগিতা চলছে। বিরাট কোহলির জায়গায় যদি অন্য কেউ আউট অফ ফর্মে থাকত, তাহলে সেই প্লেয়ার এতদিনে দলের বাইরে চলে যেত। তবে আমি মনে করি, একজন প্রতিষ্ঠিত খেলোয়াড়কে সুবিধা দেওয়া উচিত এবং বিশ্বকাপ দলে রাখা উচিত।’