BJ Sports – Cricket Prediction, Live Score

কোভিড-১৯ এর কারণে পাক-উইন্ডিজ ওয়ানডে সিরিজ ২০২২ সালের জুন পর্যন্ত স্থগিত

ওয়েস্ট ইন্ডিজ দলের মধ্যে কোভিড১৯ প্রাদুর্ভাবের কারণে শনিবার থেকে শুরু হওয়া পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি স্থগিত করা হয়েছে। সিরিজিটি পিছিয়ে এখন আগামী জুন ২০২২ এ স্থানান্তর করা হয়েছে।

এক যৌথ বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে যে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত বলে ওয়েস্ট ইন্ডিজ যাতে নিজেদের সেরা দলটি নিয়ে খেলতে পারে, সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

গত বুধবার পিসিআর টেস্টে পাঁচজনের ফলাফল পজিটিভ আসার পর ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের বাকি ২১ জনের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। তাতে সবার ফলাফল নেগেটিভ আসার পর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়ানোর অনুমতি দেয়া হয়। তবে সর্বশেষ পিসিআর টেস্টে পাকিস্তান দলের সবারই ফলাফল নেগেটিভ এসেছে ।

ওয়েস্ট ইন্ডিজ দলের যাঁদের ফলাফল নেগেটিভ এসেছে, তাঁরা গতকাল ম্যাচ শেষেই পাকিস্তান ছাড়বেন বলে বিবৃতিতে জানানো হয়েছিল। তবে যাঁদের এর মধ্যেই ফলাফল পজিটিভ এসেছে, তাঁদেরকে আইসোলেশন থাকতে হবে। তবে বড়দিন যাতে পরিবারের সঙ্গে কাটাতে পারেন, সে ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে।

পাকিস্তান দলের সদস্যরাও গতকালের ম্যাচের পর জৈব সুরক্ষাবলয় ছেড়ে যাবেন বলে জানানো হয়েছে। ওয়ানডে সিরিজ স্থগিত করে ২০২২ সালে নিয়ে যাওয়ায় পিসিবিকে ধন্যবাদ জানিয়েছে সিডব্লিউআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিরাপত্তার কারণে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করার পর পুরুষদের প্রথম আন্তর্জাতিক দল হিসেবে পাকিস্তান সফরে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

Exit mobile version