BJ Sports – Cricket Prediction, Live Score

কোভিড-১৯ উদ্বেগ সত্ত্বেও ক্যারিবীয়দের বিপক্ষে হোম সিরিজ খেলবে পাকিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর পর পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফর করে গিয়েছিল। কিন্তু এখন ম্যান ইন গ্রিনরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামবে। যেখানে আজ থেকে টি-টোয়েন্টি সিরিজটি শুরু হতে যাচ্ছে।

তবে এর আগেই কোভিড-19 এর সংক্রমণে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিনজন মূল ক্রিকেটার কোভিড-19 এ পজিটিভ হয়েছেন। শেলডন কটরেল, রস্টোন চেজ এবং কাইল মায়ার্স। এই তিনজন কোভিড-19 এ পজিটিভ হওয়া সত্ত্বেও পাকিস্তানের মাটিতে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে চলেছে। সোমবার থেকে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট লড়াই শুরু হওয়ার কথা রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ যখন কোভিড-19 নিয়ে ব্যস্ত, তখন নিজেদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান অনেক শক্তিধর একটি দেশ। সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ছিল পাকিস্তান। বিশেষ করে গ্রুপ পর্বে যারা পাকিস্তানের খেলা দেখেছে, সবাই বলেছে শিরোপা উঠবে বাবর আজমের হাতে।

কিন্তু সেমিফাইনালে ম্যাথু ওয়েডের মাত্র ১০ মিনিটের ঝড়ো ব্যাটিংয়ে উড়ে যায় পাকিস্তান। বাবর আজমের পরিবর্তে শিরোপা উঠে অ্যারোন ফিঞ্চের হাতে। বিশ্বকাপের পর বাংলাদেশে এসে স্বাগতিকদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল পাকিস্তান।

বিশ্বকাপের আগ মুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তানে খেলতে গিয়েছিল। কিন্তু নিরাপত্তা জনিত কারন দেখিয়ে তারা সিরিজ না খেলেই ফিরে আসে। একই কারণে পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড ক্রিকেট দলও। শেষে এতকিছুর পরও পাকিস্তান সফরে গেল ওয়েস্ট ইন্ডিজ। তবে, দলের মধ্যে কোভিড-19 এ আক্রান্ত ক্রিকেটার থাকার পরও ওয়েস্ট ইন্ডিজ বাকিদের নিয়ে সিরিজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

টি-20 দলের স্কোয়াড:

পাকিস্তান – বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, খুশদিল শাহ, আসিফ আলী, হায়দার আলী, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), হারিস রউফ, শাহিন আফ্রিদি, উসমান কাদির, মোহাম্মদ হাসনাইন, শাহনওয়াজ ধানী।

ওয়েস্ট ইন্ডিজ – নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেট রক্ষক), ড্যারেন ব্রাভো, রোভম্যান পাওয়েল, ব্র্যান্ডন কিং, রোস্টন চেজ, গুদকেশ মতি, কাইল মায়ার্স, শাই হোপ, শেলডন কটরেল, আকিল হোসেন, ওডিয়ান স্মিথ, হেইডেন ওয়ালশ, ডমিনিক ড্রেকস, রোমারিও শেফার্ড, ওশানে থমাস।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ টি-২০ ম্যাচের সময়সূচি:

১ম টি20 – ১৩ ডিসেম্বর, জাতীয় স্টেডিয়াম (করাচি), ১৯:০০ (GMT +6)

২য় টি20 – ১৪ ডিসেম্বর, জাতীয় স্টেডিয়াম (করাচি), ১৯:০০ (GMT +6)

৩য় টি20 – ১৬ ডিসেম্বর, জাতীয় স্টেডিয়াম (করাচি), ১৯:০০ (GMT +6)

Exit mobile version