টি – টোয়েন্টি ক্রিকেটের জন্য ভারতের নতুন কোচিং সেট আপ তৈরি করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে, এটি আগামী জানুয়ারি মাসে করা হতে পারে। আর যটি এমনটা হয় তাহলে বদলে যেতে পারে ভারতের অধিনায়ক এবং কোচ। সেক্ষেত্রে আগামী জানুয়ারিতে নতুন অধিনায়ক এবং নতুন কোচ নিয়ে মাঠে নামতে পারে ভারত।
ভারতীয় গণমাধ্যমে সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টি – টোয়েন্টি সিরিজের আগেই টি – টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক বদলে যেতে পারে। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা ইনসাইড স্পোর্টসকে জানান , টি টোয়েন্টি ফরম্যাটে নতুন কোচও নিয়োগ করা হতে পারে।আর সেক্ষেত্রে, রাহুল দ্রাবিড় শুধু ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে কোচ হিসেবে থাকবেন। অর্থাৎ দ্রাবিড়কে টি টোয়েন্টির কোচ পদ থেকে সরিয়ে দেয়া হবে।
বিসিসিআইয়ের সেই শীর্ষ কর্মকর্তা বলেন, ” টি টোয়েন্টি ফরম্যাটকে আমরা যথেষ্ট গুরুত্বসহকারেই দেখছি। এমনিতেই ভারতীয় ক্রিকেট দলের সূচি যথেষ্ট ব্যস্ত থাকে। সেখানে রাহুল দ্রাবিড়ের একার পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না। টি – ২০ ফরম্যাটকে আমরা এবার সম্পূর্ণ আলাদাভাবেই দেখতে চাইছি। আমাদেরও পরিবর্তন করা উচিত। আমি অন্তত এটুকু বলতে পারি যে ভারতীয় ক্রিকেট দলে খুব তাড়াতাড়িই নতুন কোচিং সেট আপ তৈরি করা হবে। “
কিন্তু রাহুল দ্রাবিড়ের জায়গায় কাকে দেওয়া হচ্ছে টি টোয়েন্টির কোচের পদ? সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ” এখনও পর্যন্ত কাউকে ঠিক করা হয়নি।তবে আমি মনে করি, টি – ২০ ক্রিকেটে নতুন একজন কোচ নিয়ে আসা উচিৎ। আপাতত জানুয়ারি মাসে সবার আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। তারপর নতুন কোচ আসতে পারেন। “
উল্লেখ্য, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতীয় দল বর্তমান বাংলাদেশ সফরে রয়েছে। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়র ক্রিকেটাররা আছেন দলে। তবে গুঞ্জন আছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি – টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়া হতে পারে দল থেকে।